অস্ট্রেলিয়া সফরে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলা ম্যাচ বাদ দিলে ইংল্যান্ডের জয় মাত্র একটি ম্যাচে। আর এ নিয়ে ব্যাপক চিন্তিত ইংলিশ বোর্ড কর্তারা। এখন ভাবছেন কিভাবে ত্রুটিগুলো সারিয়ে দলকে এগিয়ে নেওয়া যায়।
আর এ লক্ষ্যে প্রথমেই কোচ বদলের চিন্তাভাবনা করছেন কর্তারা। কোচিং-এর প্রস্তাব দিলেন কিংবদন্তী অস্ট্রেলিয়া স্পিনার শ্যেন ওয়ার্নকে। মজার ব্যাপার হলো এই ওয়ার্ন ছিলেন একসময়কার ইংল্যান্ড ব্যাটস্যামনদের ত্রাস।
এক টুইট বার্তায় শ্যেন ওয়ার্ন জানিয়েছেন, আমার ইংলিশ ফলোয়ারদের জানাই, আমি খুব খুশি যে আমাকে ইংল্যান্ড দলের কোচিং-এর জন্য ভাবা হয়েছে। বিষয়টি ভেবে দেখার পর সিদ্ধান্ত জানাব আমি।