স্পিনার সোহাগ গাজীর পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন টাইগার পেসার আল আমিন হোসেন। কৌশল সিলভার পর সাজঘরে ফিরেছেন লঙ্কার আরেক ওপেনার দিমুথ করুনারত্মেও। ৩১ রান করে ইনিংসের ২১তম ওভারে দলীয় ৪৯ রানে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন তিনি।
এই প্রতিবেদন লেখার পর্যন্ত শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২৯ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন কুমার সাঙ্গাকারা (১৫) ও অন্যপ্রান্তে মাহেলা জয়বর্ধনে (১০)।
বাংলাদেশের সোহাগ গাজী ও আল আমিন হোসেন একটি করে উইকেট নিয়েছেন।