মিরপুরে তিন পেসার নিয়ে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। চট্টগ্রামে এক পেসার দিয়ে একাদশ সাজিয়ে বিস্ময়ের জন্ম দেয়। এক পেসার থাকায় একাদশে জায়গা হয় চার স্পিনার। কিন্তু ইনজুরির থাবায় মাঠের বাইরেই কাটাচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ। আঙুলে চোট পেয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের। আজ ব্যাট করতে পারবেন কি না, নিশ্চিত নয়। কেননা আঙুলের ইনজুরিতে ইতোমধ্যেই জায়গা হয়নি দুই ম্যাচের টি-২০ সিরিজে। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকের খেলার সম্ভাবনা না থাকারও পর নাসির হোসেন স্বপ্ন দেখছেন আজ সারা দিন খেলার। কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে ৫৮৭ রান করেছে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা করেছেন ৩১৯ রান। জবাবে তামিম ইকবালের উইকেট হারিয়ে বাংলাদেশ ৮৬ রান জমা করেছে স্কোর বোর্ডে। সব মিলিয়ে পিছিয়ে ৫০১ রানে। ফলোঅন এড়াতে দরকার ৩০২ রান। তৃতীয়দিনের উইকেটে কাজটা কঠিন। তারপরও স্বপ্ন দেখছেন নাসির, 'স্কোর বোর্ডের দিকে তাকালে মনে হবে আমরা খুব একটা পিছিয়ে নেই। আজ যদি আমরা সারা দিন ব্যাটিং করতে পারি, তাহলে নিশ্চিত একটা ভালো অবস্থানে থাকব।' অধিনায়ক মুশফিককে ছাড়া কাজটা অনেক কঠিন। তারপরও আশাবাদী তরুণ নাসির, 'মুশফিক ভাইয়ের অনুপস্থিতি আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। উনি আমাদের মূল উইকেটরক্ষক। শামসুর নিয়মিত নন। তাই এক-দুটি মিস করেছেন। আশা করছি কাল (আজ) মুশফিক ভাই ব্যাটিং করতে পারবেন। অবশ্য এটা একেবারে নিশ্চিত নয়।' আজ সারা দিন বাটিংয়ের পরিকল্পনা করলেও লঙ্কানরা যদি দুটি ক্যাচ মিস না করতেন, তাহলে স্কোর বোর্ডের চেহারা অন্যরকম হতেও পারত। ৩৬ রানে ব্যাট করতে থাকা ইমরুল নুয়ান প্রদীপের বদান্যতায় বেঁচে যান ব্যক্তিগত ৩১ রানে। স্লিপে শামসুর রহমানের ক্যাচ মিস করেন মাহেলা। ইমরুলের বেঁচে যাওয়া প্রসঙ্গে নাসির বলেন, 'টেস্টে ক্রিকেটে চেষ্টা করব কম ঝুঁকি নিতে। আমি জানি না ইমরুল ভাই কেন ওই শর্টস খেলতে গেলেন। হয়তো স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলেন তিনি।'
শিরোনাম
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
সারা দিন ব্যাটিংয়ের পরিকল্পনা নাসিরের
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর