পেসার আল আমীনের বল ধরতে গিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ডান হাতের আঙুলে ব্যথা পান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এ জন্য কাল টেস্টের দ্বিতীয় দিনে মাঠেই নামেননি। মুশফিকের পরিবর্তে কিপিং করেছেন শামসুর রহমান শুভ। তাই হাতের ইনজুরির জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ জন্য ঘোষিত দলেও রাখা হয়নি টাইগার দলপতিকে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক খান বলেন, 'মুশফিকের হাতের আঙুলের ইনজুরিটা কি পর্যায়ে তা বোঝা যাচ্ছে না এখনই। তবে ব্যথার জন্য আজ (গতকাল) তিনি ফিল্ডিংয়ে নামেননি। আগামীকালও (আজ) যদি ব্যথা থাকে তাহলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। ফিজিও চেক আপ করে দেখবেন কি অবস্থা। আর এ জন্যই তাকে টি-২০ দলে রাখা হয়নি। তবে ইনজুরি যদি খুব বেশি গুরুতর না হয়, সেক্ষেত্রে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন মুশফিক।'
টাইগাররা চট্টগ্রামে নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচ দুটি খেলবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ঢাকায়।
টি-২০ দল : তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মো. মিথুন, মমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাবি্বর রহমান, মাহমুদুল্লাহ, সোহাগ গাজী, আরাফাত সানী, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও আল আমীন হোসেন।