শ্রীলঙ্কার বিপক্ষে রণকৌশল কখন ঠিক করবেন, তার আগে নিজ ঘর গোছাতেই ব্যস্ত থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। সহ অধিনায়কের পদ থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর ঝড় সামলাতে সামলাতে রণকৌশল ঠিক করে উঠতে পারেননি মাশরাফি। তারপরও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের। অভিষেক হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেরও। এই ম্যাচটি আড়ালে আবার টি-২০ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল ম্যাচও। আগামী ১৭ মার্চ ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে টাইগাররা প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। তার আগে আর কোনো টি-২০ ম্যাচ নাই টাইগারদের। শুধু টাইগাররা নয়, প্রতিপক্ষ শ্রীলঙ্কাও সিরিজটিকে নিয়েছে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। অনুশীলনে হাত ফেঁটে যাওয়ায় আজ নাও খেলতে পারেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ঘাড়ের ব্যথায় না খেলার সম্ভাবনা রয়েছে লোকাল বয় তামিমেরও।
নতুন এক জার্সি পরে টাইগাররা আজ খেলতে নামবে পয়মন্ত চট্টগ্রাম জহুর আহমেদে। শুধু নতুন জার্সিই নয়, আরও অনেক নতুনের সমারোহ থাকছে আজকের ম্যাচে। অভিষেক হতে পারে একাধিক তরুণের। জহুর আহমেদ স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে সন্ধ্যা ৫টায়। চট্টগ্রামে টি-২০ ম্যাচের অভিষেক হচ্ছে আজ। ঘরের মাটিতে টাইগাররা প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। জয় দিয়ে শুরু করা টাইগাররা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৩১টি। জয় সাকল্যে ৯টি। হার ২২টিতে। সবশেষ জয় জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর হারারেতে। ঘরের মাটিতে এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছে ৫টি। যাতে হার তিনটি এবং জয় ২টি। প্রথমটি জিম্বাবুয়ের বিপক্ষে এবং সর্বশেষটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে। আশ্চর্য হলেও সত্যি, ওই ম্যাচটি ছিল মুশফিকুর রহিমের অধিনায়কত্বের অভিষেক। ছক্কা মেরে টাইগারদের অসাধারণ এক জয় উপহার দিয়েছিলেন মুশফিক। আঙুলের ইনজুরির জন্য টি-২০ সিরিজ খেলছেন না মুশফিক। তার জায়গায়ই অধিনায়কত্ব করবেন মাশরাফি।
বিশ্বকাপের আগে আর কোনো টি-২০ ম্যাচ খেলবে না বাংলাদেশ। ঘরের মাটিতে বিশ্বকাপ, তাই বাড়তি আগ্রহ ক্রিকেটপ্রেমীদের, ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মাশরাফিরা। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার আগেই এই সিরিজই শেষ সুযোগ। তাই সিরিজটাকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন মাশরাফি, 'টি-২০ বিশ্বকাপের আগে আমরা আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলব না। তাই এই সিরিজটিকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছি।' টাইগার অধিনায়কের মতো প্রতিপক্ষ লঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমলও সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন, 'টি-২০ বিশ্বকাপের আগে দুই দেশের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা প্রস্তুতি হিসেবেই নিয়েছি সিরিজটিকে।'
টি-২০ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ১২৯। অবস্থান শীর্ষে। যদি সিরিজ হেরে যায়, তাহলে দ্বীপরাষ্ট্র র্যাঙ্কিংয়ে নেমে আসবে দ্বিতীয় স্থানে। শীর্ষে উঠে আসবে ভারত। কিন্তু বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের বর্তমানে পয়েন্ট ৫৭। সিরিজ জিতলে হয়তো পয়েন্ট বাড়বে স্বাগতিকদের।