এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য কাল দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই টুর্নামেন্টের জন্য ঘোষিত কোনো দলেই জায়গা পায়নি পেসার ইশান্ত শর্মা। আর এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে চেতেশ্বর পুজারাকে। নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচে মাঠে নেমে মাত্র ২ উইকেট শিকার করেছেন ইশান্ত। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সুরেশ রায়না। তাই এশিয়া কাপের দলে তার জায়গা হয়নি। আগামী ২৫ ফেব্রুয়ারি এশিয়া কাপ এবং ১৬ মার্চ শুরু হবে টি-২০ বিশ্বকাপ। দু'টি টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
এশিয়া কাপের দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর, আম্বাতি রাইদু, আজিঙ্কা রাহানে, রবীন্দ, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, মোহিত শর্মা, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে।
টি-২০ বিশ্বকাপ দল : ধোনি (অধিনায়ক), ধাওয়ান, রোহিত, কোহলি, রায়না, যুবরাজ, রাহানে, জাদেজা, অশ্বিন, ভুবনেশ্বর, শামি, বিনি, অমিত, মোহিত ও অ্যারন।