ভিসেন্ট ক্যালডেরন স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বির প্রথমার্ধ শেষ। ক্রিস্টিয়ানো রোনালদো গর্বিত মস্তকে ড্রেসিং রুমের দিকে ফিরছেন। গ্যালারি থেকে হঠাৎই ছুটে আসা লাইটার আঘাত করল রোনালদোর মাথায়। ছোট্ট এ লাইটারের আঘাত রোনালদোর গায়ে কোনো ক্ষত তৈরি করতে পারেনি। তবে রোনালদো অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্তদের মনে বিশাল ক্ষত তৈরি করেছেন এরই মধ্যে। খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে দুটি গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছেন ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে ডার্বিতে ওই ২-০ ব্যবধানেই জিতেছে রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রে কাপের সেমিফাইনালের দুটি লেগেই রিয়াল মাদ্রিদ জিতল (৩-০ ও ২-০)। প্রতিশোধটা কি তবে নেওয়া হয়ে গেল! গতবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত কোপা দেল রে কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের একমাত্র শিরোপা থেকেও বঞ্চিত হয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। সেই পরাজয়ের প্রতিশোধটা বড় কঠিনভাবেই নিল রিয়াল মাদ্রিদ। এই প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়েই আরও একটি সম্ভাবনা মঙ্গলবারই জাগিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে বার্সেলোনা পরাজয় এড়িয়ে থাকলে কোপা দেল রে কাপের ফাইনালে ভক্তরা পাচ্ছেন বোনাস এল ক্ল্যাসিকো। প্রথম লেগে বার্সেলোনা ২-০ গোলে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল। ১৯ এপ্রিল কি তবে এল ক্ল্যাসিকোই হতে যাচ্ছে!
লা লিগায় অনুপস্থিত ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ তিনি। লা লিগায় গোল করতে না পারার যন্ত্রণা রোনালদো দূর করেছেন কোপা দেল রে কাপে!