শেষ বলে দরকার তিন রান। এমন পরিস্থিতিতেও ম্যাচ জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুই বছর আগে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে শেষ বলে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছিলেন মুশফিকুর রহিম। আবার শেষ বলে তিন রান না নিতে পেরে হারের দুঃসহ স্মৃতিও রয়েছে। ১৭ রানের টার্গেটের প্রথম পাঁচ বলে ১৪ রান তুলে নেওয়ায় কাজটি সহজই মনে হচ্ছিল। শেষ বলে তাই তিন রানকে মহাসমুদ্র পাড়ি দেওয়ার মতো মনে হয়নি। কিন্তু সেই কাজটাই করতে পারেননি স্বপ্ন দেখানো এনামুল হক বিজয়। থিসারা পেরেরা ফুলটস বলে ফিরতি ক্যাচ দিয়ে আবারও কান্নায় ভাসালেন দেশকে। রান নিতে না পারায় শ্রীলঙ্কার কাছে ২ রানে হেরে যায় টাইগাররা। এমন হারে পুরো দলই কষ্টের শিকলে বেঁধে ফেলেছে নিজেদের। ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখিতে সেই কষ্টের কথাই বললেন বাংলাদেশের পঞ্চম টি-২০ অধিনায়ক হিসেবে অভিষিক্ত মাশরাফি বিন মর্তুজা।
তিন রানের টার্গেটে সপাটে ব্যাট চালান এনামুল। কিন্তু পেরেরার ফুলটস বলটিকে ঠিকমতো লাগাতে পারেননি ব্যাটে। ফলে ক্যাচ। নাভিশ্বাস উঠা এমন জয়ের সঙ্গী হতে নিজেই ক্যাচটি ধরেন পেরেরা। ওই ক্যাচেই হেরে যায় মাশরাফিরা। মাশরাফি বলেন, এতো কাছে গিয়েও পারিনি। সবাই আফসেট। দলের সবারই মন খারাপ এক নম্বর দলের বিপক্ষে এতো কাছে গিয়েও দুই রানে হেরে যাওয়া। শুক্রবার আরেকটা ম্যাচ আছে। সে ম্যাচে আমরা ফিরতে চাই। আমাদের ফিরতেই হবে।’ টস জিতে ফিল্ডিং নিয়ে অবাক করেছেন টাইগার অধিনায়ক। অবশ্য জহুর আহমেদের পরিসংখ্যান বলে, এখানে টাইগাররা যে সাফল্য পেয়েছে, তার সবগুলোই রান তাড়া করে। সেসব হিসেব করেই টস জিতে রান তাড়ার করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। সফলও হয়ে যাচ্ছিলেন। টস জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যায় মাশরাফি বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমরা সব সময়ই চেজ করতে ভালোবাসি। এই উইকেটে প্রথম টি-২০ ম্যাচ খেলছি। উইকেটটাও দেখার বিষয় ছিল। আমি মনে করি আমাদের বোলিং ভালোই হয়েছে। হারলেও ব্যাটিং ভালো হয়েছে বলেই মনে করি।’ ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন নাসির হোসেনের আউটটিকে, ‘নাসির হোসেনের আউটটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে আমাদের। নাসিরের ওই শটটি যদি ছক্কা হতো, তাহলে ম্যাচের রেজাল্ট অন্য রকম হতো।’ ল্যাসিথ মালিঙ্গাকে লং অন দিয়ে মারতে যেয়ে থিসারা পেরেরার অসাধারণ এক ক্যাচে পরিণত হন নাসির।
শিরোনাম
- রাজধানীতে বন্ধুর বাসার তৃতীয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
- যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী
- মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫%
- পতন থামলেও সংকট কাটেনি
- বসুন্ধরা কিংসের খেলোয়াড় তৈরির কারখানা
- নাটোরে প্রাইভেটকার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
- তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক
- এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি
- পাওয়া না পাওয়ার এক বছর
- শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম
- ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, এগিয়ে যারা
- সোনারগাঁয়ে পানিতে পড়ে নিখোঁজ ৩ বছরের শিশু রিজভী
- ট্রাম্পের ৫০% শুল্ক : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
টার্নিং পয়েন্ট ছিল নাসিরের আউট
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর