পয়েন্টের ব্যবধান ছিল এক। গত শনিবার চেলসি কোনো দুর্ঘটনায় পড়লে এই ব্যবধান ঘুচিয়ে নিত আর্সেনাল। পেঁৗছে যেতে পারত ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। গানাররা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সান্ডারল্যান্ডকে। তবে শেষ মুহূর্তের গোলে চেলসিকে বাঁচিয়ে দিলেন জন টেরি। গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে এভারটনকে হারিয়েছে চেলসি। এই জয়ের ফলেই শীর্ষস্থান ধরে রেখেছে ব্লুজরা। তবে পিছু ছাড়েনি আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটিও। গানাররা ৪-১ গোলে জিতেছে সান্ডারল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে ম্যানসিটি ১-০ গোলে হারিয়েছে স্টোকসিটিকে। ম্যানসিটির এই জয় তাদেরকে তৃতীয় স্থানেই রাখল। ফেবারিটদের জয়ের রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ওয়েইন রুনি ও ফন পার্সির গোলই জয় উপহার দিয়েছে ম্যানইউকে।
ইংলিশ লিগে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে চেলসি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে ম্যানসিটি। অর্থাৎ, আগামী ম্যাচে জিতলেই ম্যানসিটি পেঁৗছে যাবে শীর্ষে! গোল ব্যবধানে চেলসির চেয়ে অনেক দূর এগিয়ে আছে ম্যানসিটি।