বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দেওয়ার জন্য শেন জার্গেনসেনকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে বিসিবি। গত পরশু জার্গেনসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড এবং কাল সেটা জানিয়ে দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে। এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই অবসান হয়েছে জার্গেনসেন অধ্যায়ের। যদিও তিনি চেয়েছিলেন ভারত সিরিজ পর্যন্ত কাজ করতে। কিন্তু বিসিবি চায়নি। ক্রিকেট বোর্ড চাইছে আগামী জুনে ভারত সিরিজের আগেই একজন হেভিওয়েট কোচকে দায়িত্ব দিতে। বিসিবি নির্বাচিত পাঁচ সদস্যের কমিটি এরমধ্যেই ৪-৫ জনের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের মধ্যে রয়েছে ইংল্যান্ডের সাবেক কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাতুরাসিংহে, অস্ট্রেলিয়ার ‘মি. ফিনিশার’খ্যাত মাইকেল বেভান। শোনা যাচ্ছে টম মুডি, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নের নামও।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় টাইগারদের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার এডি বার্লো। যদিও শারীরিক অসুস্থতার জন্য পরবর্তীতে আর কাজ করতে পারেননি তিনি। এরপর জাতীয় দলের কোচ হয়েছেন ট্রেভর চ্যাপেল, মহসিন কামাল, ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, রিচার্ড পাইবাস, স্টুয়ার্ট ল ও শেন জার্গেনসেন। এদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন হোয়াটমোর। ২০০৩ সালে দায়িত্ব নেওয়ার পর মেয়াদ পূর্ণ করেন। ২০০৭ সালের বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেন হোয়াটমোর। কোচ হিসেবে অনেক বড় মাপের ছিলেন তিনি। কিন্তু স্টুয়ার্ট ল ছিলেন ক্রিকেটার হিসেবে আরও বড়। অবশ্য ২০১১ সালে সিডন্সের বিদায়ের থেকেই ঝামেলায় পড়ে বিসিবি। গত তিন বছরে তিনজন কোচের নিয়োগ দেয়। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চাকরি ছেড়ে দেন তারা। সবশেষ ছাড়েন জার্গেনসেন।
কোচদের হঠাৎ সরে দাঁড়ানোয় বিপাকে পড়া বিসিবির কিয়দংশ পরিচালক চাইছেন, ভারত সিরিজে মুশফিকরা দেশীয় কোচের নেতৃত্বে মাঠে নামুক। অন্যদিকে অন্যরা চাইছেন, এক-দেড়মাসের মধ্যে একজন কোচ নিয়োগ দিতে। কোচ কেমন চাই? এ নিয়ে মতভেদ রয়েছে কোচ বাছাই কমিটির। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা চাইছি একজন ভালো কোচ। যার যথেষ্ট পরিচিতি রয়েছে।’ হেড কোচ একজন পরিচিত মুখ চাইলেও এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে ব্যাটিং স্পেশালিস্টকে। যদি ব্যাটিং স্পেশালিস্ট হন, তাহলে তাকে মূল কোচের পাশাপাশি দায়িত্ব দেওয়া হবে ব্যাটিং কোচেরও। কমিটির আরেক সদস্য জালাল ইউনুস অবশ্য হেভিওয়েট কোচের পক্ষে সরাসরি মত দেননি, ‘হেভিওয়েট কোচ এর আগেও ছিল দলে। কিন্তু তারা মেয়াদ পূর্ণ করার আগেই চলে যাচ্ছেন। আমরা আসলে সত্যিকার অর্থে একজন ভালো কোচ খুঁজছি। যিনি দলের সবার সঙ্গে মিশে কাজ করবেন।’ কোচের সন্ধানে কমিটি এরমধ্যেই পাঁচ-সাতজনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আমরা এরমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি তাদের এজেন্টের সঙ্গে। তারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত রয়েছেন। এখন তাদের নাম বলতে চাইছি না।’
জার্গেনসেনের মেয়াদ ছিল ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত। গত চার মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয় দল। দলের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ না করলেও নতুন করে চিন্তা ভাবনা করতে থাকেন অনেক পরিচালক। এছাড়া শোনা যায়, ভারত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বিশ্বকাপ ক্রিকেট নিয়ে জার্গেনসেনের মনোভাবও ছিল নেতিবাচক। তাই তাকে ভারত সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাখতে রাজি হয়নি বিসিবি। বিশ্বকাপের আগে মুশফিকুর রহিমরা যাতে একজন ভালো মানের কোচ পান, সে চেষ্টা করে করছে বিসিবি। সম্ভবত এক মাসের মধ্যেই নতুন কাউকে দেখা যেতে পারে।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
হেভিওয়েট কোচ খুঁজছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর