ইরাকের মতো যুদ্ধবিধ্বস্থ দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারলে বাংলাদেশ কেন পারবে না? এমন অনেক দেশ আছে যার লোকসংখ্যা দেড় কোটিও না, তারাও ফুটবল খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না। কেন? আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ এসব প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব মানুষ ফুটবলকে ভালবাসে। বিশ্বকাপ আসলেই ফুটবল উন্মাদনা তৈরি হয়। পৃথিবীর অল্প কিছু দেশ ক্রিকেট খেলে। বেশিরভাগ দেশ ফুটবল খেলে। আমরা কেন ফুটবলে সামনে যেতে পারব না।
তিনি বলেন, ফুটবলে এগিয়ে যেতে হলে স্কুল লেবেল থেকে খেলোয়াড় বাঁছাই করতে হবে। তারপর তাদের ৮-১০ বছর ট্রেইনআপ করতে হবে। সুন্দরভাবে পরিকল্পনা করে এগুতে পারলে এবং নিয়মিত লীগের আয়োজন করতে পারলে আগামী ১৫-২০ বছরে বাংলাদেশকে বিশ্বকাপের মাঠে নিয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার না।
ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফারেন্স রুমে গোলটেবিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দীন আহমেদ চুন্নু, বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, চিত্রনায়ক ফারুক, সঙ্গীত তারকা শুভ্রদেব, আসিফ আকবর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম প্রমূখ।