সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেছেন, বাংলাদেশের ফুটবলের উন্নতি করতে হলে মাঠ থাকতে হবে খেলোয়াড়দের হাতে, রাজনৈতিক চামচাদের হাতে থাকলে হবে না। কিন্তু এখানে সেটাই হয়েছে। বাংলাদেশে খেলা নিয়েই মনে হয় সবচেয়ে বেশি দলবাজি হয়। আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে সঙ্গীতশিল্পী আসিফ আকবর এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আগে লুকিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকা চলে আসতাম ফুটবল খেলা দেখার জন্য। আধুনিক ফুটবলের গতি এসেছিল আবাহনীর মাধ্যমে। ঢাকা এসে দেখলাম যারা আওয়ামী লীগ করে তারা আবাহনী আর যারা বিএনপি করে তারা মহামেডান। আমি তো বিএনপি করি। তাহলে কি আমি আবাহনী ছেড়ে দেব! খেলাকে এই দলীয়করণ কেন?
আসিফ বলেন, বাংলাদেশে মাঠে নয়, টেবিলেই সবচেয়ে শক্তিশালী খেলা হয়। এটা বন্ধ না হলে এদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে। খেলাটিকে এগিয়ে নিতে চাইলে নতুন নতুন সংগঠন তৈরির সুযোগ দিতে হবে। তা না হলে খেলা হবে না, খেলোয়াড়রা সব ফেনসিডিল, হেরোইনে ঝুঁকে পড়বে।
ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফারেন্স রুমে সকাল ১১ টায় শুরু হয় গোলটেবিল অনুষ্ঠানটি। এতে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দীন আহমেদ চুন্নু, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সাব্বির, চিত্রনায়ক ফারুক, সঙ্গীত তারকা শুভ্রদেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম প্রমূখ।