'দলবাজি মুক্ত হলেই এগিয়ে যাবে ফুটবল, তৃণমূল থেকে নতুন করে শুরু করতে হবে, স্কুল ফুটবলের কাঠামোকে শক্তিশালী করতে হবে' ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ প্রতিদিনের গোল টেবিল বৈঠকে গতকাল এসব কথা বলেন বক্তারা। এসময় তারা আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং অবকাঠামো উন্নয়নের ওপরও জোর দেন। দেশ স্বাধীনের পর ক্রিকেট ছিল ফুটবলের ছায়ায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিলেও ফুটবল বিশ্বকাপে পাত্তাই পাচ্ছে না। ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে দেশের ফুটবলের মান। সংগঠকদের দলবাজির কারণে বাংলাদেশ মাঠের ফুটবলে পিছিয়ে পড়লেও উন্মাদনায় কিন্তু সর্বাগ্রে।
আর মাত্র ৪ দিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। গলির মোড়ের চায়ের দোকান থেকে সংসদ সর্বত্র আলোচনার বিষয় এখন ফুটবল। কী শহর, কী গ্রাম বাড়িতে বাড়িতে পত পত করে উড়ছে প্রিয় দলের পতাকা। বিশ্বকাপ নিয়ে সবার সে কী উন্মাদনা! বাংলাদেশ ফুটবল দল নেই, তারপরও বিশ্বকাপ নিয়ে উত্তেজনা আকাশছোঁয়া। সাধারণ মানুষের এই উচ্ছ্বাসকে ঝিমিয়ে পড়া ফুটবলের উন্নয়নে কাজে লাগাতেই 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক বিষয়ে এ টেবিলের আয়োজন করেছিল 'বাংলাদেশ প্রতিদিন'। সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের সঞ্চালনায়, ফুটবলের সাবেক ও বর্তমান তারকা এবং শিল্পীদের প্রাণবন্ত আলোচনায় জমে উঠেছিল আড্ডা। তুলে ধরছেন মেজবাহ্-উল-হক