টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতির পদে নির্বাচন করতে যাচ্ছেন সুইস সেপ ব্ল্যাটার। ১৯৯৮ সাল থেকে তিনি ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন। ৭৮ বছর বয়সী ব্ল্যাটার অনেক আগেই নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে ইউরোপিয়ান মিত্র উয়েফা প্রেসিডেন্ট সাবেক ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি সরাসরি বলে দিয়েছেন, এবার নতুন কাউকে আসতে হবে। তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে খবর বেরিয়েছিল। এসব দেখে শুনে ব্ল্যাটার একটা হুমকিই দিয়ে বসলেন। 'এখন কথা বলার সময় নয়। অনেকেই অনেক কিছু বলছে। আমি বলি, ইচ্ছে থাকলে নির্বাচনে অংশ নেওয়ার ঝুঁকি নেন।' এর অর্থই হচ্ছে, একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসলেন ৭৮ বছর বয়সী এই সুইস। দেখা যাক, তার চ্যালেঞ্জটা নতুন কেউ গ্রহণ করতে পারেন কিনা! ব্ল্যাটারের বিরোধী হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন প্লাতিনি। তবে এখনো ল্যাটিন অঞ্চল রয়েছে ফিফা সভাপতির পক্ষে।