সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো রজারস কাপ জিতলেন ফরাসি তারকা জো উইলফ্রে সোঙ্গা। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ফাইনালে সোঙ্গা ফেদেরারকে সরাসরি সেটে ৭-৫, ৭-৬ গেমে হারান। খবর বিবিসির
ফাইনালের পথে সোঙ্গা টেনিসের হেভিওয়েট তারকা নাম্বার ওয়ান সার্বিয়ার নোভাক জোকোভিচ, ব্রিটিশ এন্ডি মারো ও বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রবকে হারিয়েছেন।
তাই সোঙ্গা-ই যে শিরোপার দাবি রাখেন ম্যাচ শেষে স্বীকার করেছেন ফেদেরার। ১৭টি গ্রান্ড স্ল্যামজয়ী ফেদেরার বলেন, 'সে [সোঙ্গা] ফাইনালের পথে বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে হারিয়েছে।'
অপরদিকে সোঙ্গা বলেন, 'যদি কোনো কিছুতে আপনার বিশ্বাস থাকে তাহলে তা ঘটবে। চলতি সপ্তাহে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।'
এদিকে, মেয়েদের এককে শিরোপা জিতেছেন পোলিশ টেনিস তারকা আজনিয়েস্কা রাদভানস্কা। তিনি ভেনাস উইলিয়ামকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চৌদ্দবারের মতো ডাব্লিউটিএ শিরোপা জিতলেন।