‘টাকা গাছের পাতা যে ঝাঁকি দিলেই ঝরবে’- প্রিমিয়ার ক্রিকেটের দলবদলের প্রথম দিন এমন মন্তব্য করে মাঠ গরম করে দিয়েছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। বাজারে গুঞ্জন ছিল, ৫০ লাখ টাকায় দলবদল করেছেন তিনি। মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেছিলেন মুশফিক। পুলের ক্রিকেটারদের প্রথম দিন দলবদলের মূল আকর্ষণই ছিলেন টাইগার অধিনায়ক। যিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে নাম লেখান প্রাইম দোলেশ্বরে। একই দিন দলবদল করেন মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ। কাল দ্বিতীয় দিনের দলবদলে তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে বিশেষ কমিশনে দলবদল করেন জাতীয় দলের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।
গেল মৌসুমে ‘প্লেয়ার বাই চয়েজ’ দলবদলে তামিম খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। অল্প শক্তির দলে খেলে খুব ভালো পারফরম্যান্সও ছিল না তার। তাই এবার নিজের পছন্দীয় দল বেছে নেওয়ার সুযোগ থাকায় নাম লেখান গাজী ট্যাংকে। যার কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বাদল। যিনি গত বছর কিনে নিয়েছেন গাজী ট্যাংককে। এবার দলটির নাম দিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জ (এলআরবি)। যদিও বিসিবি এখন পর্যন্ত দলটির নাম পরিবর্তন করার অনুমতি দেয়নি। ফলে এই মৌসুমেও হয়তো গাজী ট্যাংক নামেই খেলতে হবে তামিম ইকবালদের। এক বছর পর ফের বাদলের দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের বাঁ হাতি ওপেনার। ‘আমি আর সাকিব কয়েক বছর ধরেই বাদল ভাইয়ের দলে খেলছি। উনার দলে খেলে খুব এনজয় করি। একটা দলের সাফল্য নির্ভর করে ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের ওপর। দুই পক্ষের চেষ্টার ওপরই সাফল্য নির্ভর করে। যদি উনার রেকর্ডটা দেখেন, তাহলে দেখবেন উনি খুবই সাকসেসফুল। কারণ, ম্যানেজমেন্টের বিষয়টা খুব ভালো জানেন উনি। ক্রিকেটারদের স্বাধীনতা দেন। যা খুবই জরুরি। আমাদের দলটাও ভালো হয়েছে। সবাই একসঙ্গে পারফর্ম করতে পারলে ইনশাল্লাহ এবারও ভালো ফল আসবে।’ মুশফিক ৪০ না ৫০ লাখ টাকা নিয়েছেন, সেটা নিয়ে এখনো গুঞ্জন রয়েছে বাজারে। একইভাবে শোনা যাচ্ছে, তামিমের বাজার দরও অর্ধ কোটির কাছে। পারিশ্রমিক কত পেয়েছেন সে বিষয়ে কিছু না বলে দায়িত্বের কথা বললেন তামিম, ‘পারিশ্রমিক নিলে দায়িত্ব বেড়ে যায়। বাদল ভাইয়ের দলে খেলি বলে পারিশ্রমিক নিয়ে চিন্তা করি না। আমরা পেশাদার ক্রিকেটার। ভালো ক্রিকেট খেলাই আমাদের দায়িত্ব।’
বাদলকে বলা হয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সফল কারিগর। গত দুই বছর ধরেই চ্যাম্পিয়ন দল গড়ছেন তিনি। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল গাজী ট্যাংক। আগের বছর ভিক্টোরিয়া। দুটি ক্লাবেরই ক্রিকেট চেয়ারম্যান ছিলেন তিনি। এবার নিজেই কিনে নিয়েছেন দল। একটি নয়, দুটি। গাজী ট্যাংকের সঙ্গে কিনেছেন কলাবাগান ক্রিকেট একাডেমিকে। পুলের দুই ক্রিকেটার তামিম ও রুবেল হোসেনকে নিয়ে দল সাজিয়েছেন এবার। নিষিদ্ধ হলেও রেখেছেন সাকিব আল হাসানকে। যদিও সাকিবের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। যদিও ক্রিকেট পরিচালকদের অনেকেই চাইছেন, ঘরোয়া ক্রিকেটে সাকিবকে খেলার অনুমতি দিতে। দুই তারকা ক্রিকেটারকে নিয়েও মনের মতো দল গোছাতে পারেননি বলে জানান বাদল, ‘আমি মনের মতো দল গড়তে পারিনি। আমার চুক্তিভুক্ত অনেক ক্রিকেটারই এবার পুলে পড়ে গেছেন। খেয়াল করে দেখেন, টি-২০ খেলা ক্রিকেটারদেরও পুলে রাখা হয়েছে। আগে এমনটি ছিল না। আমি মনে করি এটা ক্রিকেটারদের পাশাপাশি আমাদের জন্যও ক্ষতিকর।’ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসৌজন্যমূলক আচরণ ও কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হওয়ায় সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন সাকিব। এ ছাড়াও দেশের বাইরে লিগ খেলার ওপর দেড় বছর বিধিনিষেধ আরোপ করেছে বোর্ড। তাই ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছেন না এই বাঁ হাতি অলরাউন্ডার। তবে শোনা যাচ্ছিল, প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমিত দেওয়া হবে। কিন্তু বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দেশের বাইরে থাকায় সভা হয়নি পরিচালনা পর্ষদের। তাই তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টিও আলোচনা হয়নি। তাই দলবদলেও অংশ নিতে পারেননি সাকিব। তারপরও এই দেশসেরা ক্রিকেটারকে রেখেই দল গুছিয়েছেন প্রতিবাদস্বরূপ, ‘সাকিবের দলে রাখার বিষয়টি আমার প্রতিবাদ। যদি লিগে খেলার অনুমতি মিলে তা হলে সাকিবই গাজীকে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। প্রতি বছরই দল গড়ে চমক সৃষ্টি করেন বাদল। আবার বোর্ডের বিপক্ষে সোচ্চারও থাকেন। নানা সময়ে তার নানা মন্তব্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কিন্তু সব মিলিয়ে তিনি ক্রিকেটকে ভালোবাসেন বলেই ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দল গড়েন।
শিরোনাম
- নেত্রকোনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
- গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা
- রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজধানীতে এক রাতে চার অস্বাভাবিক মৃত্যু
- বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ খালেদা জিয়ার
- শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি রুপি দাবি
- সিন্ধু চুক্তি স্থগিতকে মানবতাবিরোধী অপরাধ বললেন বিলওয়াল ভুট্টো
- চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- সাবেক ডিবি প্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
- সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে বদলি
- বিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- একদিনে চার দেশে হামলা চালাল ইসরায়েল
- এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা
- জলবায়ু অর্থায়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর বাংলাদেশের গুরুত্বারোপ
বিশেষ কমিশনে তামিমের দলবদল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর