১৫ বছর ঘর-সংসার করেছেন তিনি ট্র্যাসির সঙ্গে। তারও আগে প্রথম স্ত্রীর গর্ভ থেকে এক কন্যাসন্তান উপহার পেয়েছেন। দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে দুই কন্যাসন্তান। তিনি সাবেক ব্রিটিশ বক্সিং ম্যানেজার ফ্র্যাঙ্ক ম্যালোনি। নামটা অবশ্য পরিবর্তন করেছেন এফিডেভিড করে। এখন তিনি কেলি ম্যালোনি নামে পরিচিত। রীতিমতো সংবাদ সম্মেলন করে নাম পরিবর্তন করেছেন সাবেক এই বক্সিং ম্যানেজার। কেন? কারণ তিনি এখন পুরুষের পরিবর্তে মেয়েদের পোশাক পরবেন। পুরুষ হিসেবে তিন সন্তানের জনক তিনি। ৬১ বছর বয়সে পরিণত হলেন মহিলায়! চলতি মাসেই তিনি নিজের জেন্ডার পরিবর্তন করেছেন।
অনেক বিখ্যাত বক্সরদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্র্যাঙ্ক ম্যালোনি। তার অধীনেই লিনঙ্ লুইস হেভিওয়েটে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন। ডেভিড হাই, ডেভিড প্রাইস এবং জুলিয়াস ফ্রান্সিসের মতো বিখ্যাত বক্সরদের ম্যানেজার ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর বক্সিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের অক্টোবরে তিনি ক্রীড়া জগৎ থেকে অবসরে যান। নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেন তখন থেকেই। ২০০৯ সালে হার্ট অ্যাটাক হওয়ার পরই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জেন্ডার পরিবর্তন করে তিনি পুরুষ থেকে মহিলা হতে চান। মাসের শুরুতে ঘটা করে তিনি এই ঘোষণা দিয়েছেন। মহিলা হিসেবে বাকি জীবন কাটাতে চান তিনি। এই ঘোষণা দেওয়ার সময় ম্যালোনি বলেন, 'আমি নিজেকে আর আড়াল করে রাখতে চাই না।' ছোটবেলা থেকেই নাকি তিনি নিজের মধ্যে একজন মেয়েকে খুঁজে পেয়েছিলেন। পুরুষ হিসেবে তিনি তিন সন্তানের জনক। মহিলা হিসেবে কি এবার জননী হতে পারবেন ম্যালোনি! অবশ্য মা হওয়ার জন্য ৬১ বছর বয়স অনেক বেশিই! সূত্র : ডেইলী মেইল