পুলের ক্রিকেটারদের দলবদলে চমক বলতে তেমন কিছুই ছিল না। দুই দিনব্যাপী দলবদলের আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল কে কোন দলে খেলবেন। তারপরও হালকা কিছু চমক ছিলই। নাসির হোসেন শেষ বেলায় বেশি পারিশ্রমিক নিয়ে নাম লেখান আবাহনীতে। গতকাল ছিল দলবদলের শেষ দিন। এদিন বিশেষ কমিশনে ব্রাদার্স ইউনিয়ন থেকে গাজী ট্যাংকে নাম লেখান তামিম ইকবাল। তবে দল নিশ্চিত হয়নি পুলের দুই স্পিনার সোহাগ গাজী ও আরাফাত সানির। সোহাগ ও সানি দুজনেই টোকেন তুলেছেন। কিন্তু জমা দেননি। পুলের ২৩ ক্রিকেটারের মধ্যে দলবদল করেছেন ১৭ জন। মাশরাফি ও মুমিনুল হক সৌরভ টোকেন তুলে পুরনো ক্লাবেই জমা দেন।
ক্রিকেট বোর্ড এবার নিয়ম বেঁধে দিয়েছিল, পুলের সর্বোচ্চ তিন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে ক্লাব। তবে তিন ক্রিকেটারের একজনকে অবশ্যই হতে হবে পেসার। সে হিসেবে পুলের কোনো পেসারেরই দল পেতে কোনো সমস্যা হয়নি। যা হয়েছে স্পিনারদের। এর মধ্যে তিন স্পিনারের মধ্যে শেষ দিনে দল ঠিক হয়েছে বর্ষীয়ান বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজের। সোহাগের সঙ্গে কথা বলেছে ব্রাদার্স ইউনিয়ন। আরাফাতের সঙ্গেও কথা বলেছে ওল্ড ডিওএইচএস, পারটেঙ্ ও ব্রাদার্স ইউনিয়ন। কাল শেষ দিন দলবদল করেন ইমরুল কায়েস, রাজ্জাক রাজ, শামসুর রহমান শুভ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রবিউল ইসলাম শিবলু, মুমিনুল হক সৌরভ। সোহাগ জমা না দিলেও ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আলোচনা সাপেক্ষে কোনো দলের সঙ্গে যোগ দিতে পারবেন। এ ছাড়া সানি ২৭, ২৮ আগস্টের দলবদলে অংশ নিতে পারবেন। ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ইমরুল। গত কয়েক দিন ধরে আবাহনীতে খেলবেন বলে শোনা যাচ্ছিল ইমরুলের নাম। কিন্তু গতকাল নাম লেখান ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ায় খেললেও কতটা ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে নিশ্চিত নন, 'আমি সবগুলো ম্যাচই খেলতে চাই। তবে কয়টা ম্যাচ খেলতে পারব সেটা জানি না। ক্রিকেট বোর্ড জানে। যদি জাতীয় দলে খেলতে হয়, তাহলে হয়তো সবগুলো ম্যাচ খেলা সম্ভব নয়।' প্রথমবারের মতো পুলের ক্রিকেটার হয়েছেন সাবি্বর রহমান। কাল টোকেন তুললেও জমা দেননি। তবে শোনা যাচ্ছে, যদি সাকিবকে খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে তিনি খেলবেন কলাবাগান ক্রিকেট একাডেমিতে। অনুমতি না পেলে গাজীতে খেলবেন সাবি্বর। শেষ বেলায় দল পেয়েও খুশি নন রাজ্জাক, 'এত বছর ধরে ক্রিকেট খেলছি, এমন পরিস্থিতির মুখে পড়িনি।' ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের দলবদলের তারিখ করা হয় ১০ ও ১১ আগস্ট। বাকি ক্রিকেটারদের দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ আগস্ট।