শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আবারও আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে টপকে তিনি শীর্ষে উঠলেন। গল টেস্টে ডাবল সেঞ্চুরি করে পুনরায় র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করলেন সাঙ্গাকারা। তার ২২১ রানের দুর্দান্ত ইনিংসটির ওপর ভর করে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।
সাঙ্গাকারা ২০১২ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। এ পর্যন্ত ৮১টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি এবং ৬৭১ দিন র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসেরও। গল টেস্টে প্রথম ইনিংসে ৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ২৫। দলের জয়ে বড় ভূমিকা ছিল তার। এ কারণেই র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছেন ম্যাথুস। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা অবস্থান।
গল টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন লেগ স্পিনার রঙ্গনা হেরাথ। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তিনি ৪৮ রানে ৬ উইকেট নেন। পুরস্কারটাও হাতেনাতেই পেয়েছেন হেরাথ। এখন টেস্টের ষষ্ঠ সেরা বোলার। ওল্ড ট্রাফোর্ড টেস্টে চমক দেখিয়ে পাঁচে উঠেছেন জেমস অ্যান্ডারসন। ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা ছিল তার। মাত্র ২৫ রানে ৬ উইকেট নিয়ে তো ওল্ড ট্রাফোর্ডে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। দুর্দান্ত বোলিংয়ের জন্য ঢুকে গেছেন র্যাঙ্কিংয়ের সেরা দশেও। নবম স্থানে রয়েছেন এই ইংলিশ বোলার। টেস্টের সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন। দ্বিতীয় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে।