এবার পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। রবিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আজমলের বেশ কয়েকটি ডেলিভারি নিয়ে সন্দেহ জাগায় ম্যাচ কর্মকর্তারা পাকিস্তান টিম ম্যানেজার মঈন খানের কাছে এবং আইসিসির কাছে আলাদাভাবে অভিযোগ করেছে। পাক স্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষা করা দরকার বলে মন্তব্য করেছেন ম্যাচ কর্মকর্তারা। কোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হলে আইসিসি একটি প্রক্রিয়ার মধ্যে সেটা পরীক্ষা করে থাকে। তাই আজমলের বোলিং অ্যাকশন এখন পরীক্ষা করে দেখবে আইসিসি- সেটা আগামী ২১ দিনের মধ্যেই। তবে ফল প্রকাশের আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। ৯ উইকেটে ৫৩৩ রানে শ্রীলঙ্কার ঘোষণা করা প্রথম ইনিংসে আজমল ৫টি উইকেট শিকার করেন।
এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১৭৪ এবং ওয়ানডেতে ১৮২ উইকেট শিকার করেছেন আজমল। এর আগে বাংলাদেশের স্পিনার আবদুর রাজ্জাককেও বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির কাছে পরীক্ষা দিতে হয়েছিল।