লন্ডনে সড়ক দুর্ঘটনায় পড়লেও অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লেজেন্ড সুনীল গাভাস্কার। ব্রিটেনের ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার সময় গত রবিবার সড়ক দুর্ঘটনায় পড়ে তার জাগুয়ার গাড়ি। ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর উপলক্ষ্যে ধারাভাষ্যকার হিসেবে বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন গাভাস্কার। খবর টাইমস অব ইন্ডিয়ার
ম্যানচেস্টার থেকে লন্ডন ভ্রমণের সময় গাভাস্কার তার জাগুয়ার গাড়ির পেছনের সিটের বাম দিকে বসা ছিলেন। সঙ্গে ছিলেন তার বন্ধু চাঁদরেশ পাটেল ও সহকর্মী মার্ক নিকোলাস। মূলত গাভাস্কারের গাড়ির চালকের অসতর্কতার কারণেই বিপরীত থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়িটির। একটু দেরি হলেই গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হতো। তবে গাভাস্কার যেখানে বসা ছিলেন সেখানেই মূলত ধাক্কা লেগেছিল। তা সত্ত্বেও গাভাস্কার এবং তার সহযাত্রীরা কপাল গুণে অক্ষত রয়ে গেছেন।
গাভাস্কারকে উদ্ধৃত করে মিডডে জানায়, 'মাই গড! সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়েছেন। টরেনশাল বৃষ্টি হচ্ছিল এবং আমাদের গাড়িটি বেশ দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনাটি খুব, খুব ভীতিকর হলেও সৌভাগ্যবশত কেউ আহত হয়নি।'