পাকিস্তানের বিরুদ্ধে গল টেস্টের শেষ দিনে উত্তেজনায় ভরা টেস্ট ম্যাচ জিতলেও নতুন বিতর্কে উত্তাল শ্রীলঙ্কা ক্রিকেট। মাত্র ছ'টি টেস্ট খেলেই 'যৌন কেলেঙ্কারি'তে জড়িয়ে পড়লেন ব্যাটসম্যান ও লেগ স্পিনার কিথরুয়ান ভিথানাগে।
গলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্ট চলাকালীন এক রাতে ভিথানাগের হোটেল কক্ষে এসেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক মহিলা সচিব। তাকে ভিথানাগের ঘরে ঢুকতে দেখে ফেলেন টিমের এক সিনিয়র ক্রিকেটার। ওই খেলোয়াড়ই বোর্ডকে ঘটনার কথা জানান। বোর্ড ঘটনাটি তদন্ত করছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, যে কেউ ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের কক্ষে যেতে পারেন না। মূলত ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই ধরনের নিয়ম চালু। শ্রীলঙ্কা বোর্ডের সচিব হলেও ওই মহিলা সরাসরি এই টেস্টের সঙ্গে কোনো অানুষ্ঠানিক কাজে যুক্ত নন। তাই তার কোনো ক্রিকেটারের কক্ষে যাওয়ারই অধিকার নেই৷ সিনিয়র ক্রিকেটার যিনি ওই সচিবকে ভিথানাগের ঘরে ঢুকতে দেখেছেন তিনিই বোর্ডের কাছে তদন্তের অনুরোধ করেছেন। কারণ এই ঘটনা বোর্ডের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকতে পারে তাই।