কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩২০ রান তুলেছে শ্রীলঙ্কা। আজ আট উইকেটে ২৬১ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। শেষ দু’টি উইকেটে মাত্র ৫৯ রান যোগ করে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওইদিন দলের ওপেনিং ব্যাটসম্যান উপুল থরাঙ্গা মাত্র আট রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১৭৯ বল খেলে ৯২ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। অারেক ওপেনিং ব্যাটসম্যান কৌশল সিলভা করেন ৪২ রান। মিডল-অর্ডারে দলের সিনিয়র দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ ছিলেন। শেষ টেস্টে প্রথম ইনিংসে মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরেন জয়াবর্ধনে। গলে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা সাঙ্গাকারা মাত্র ২২ রান করে আউট হন।
এই দুই জনের আউট হয়ে যাওয়ার পর ম্যাচের রাশ ধরতে মাঠে নামেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ। ৮৬ বল খেলে ৩৯ রান করেন তিনি। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করেন ম্যাথিউজ। তিনি আউট হওয়ার পরেই প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়।
গতকাল রঙ্গনা হেরাথ ১৭ এবং ২৭ রানের অপরাজিত ছিলেন চাণক্য ওয়েলগেদেরা। এদিকে, পাকিস্তানের সফলতম বোলার বাঁ হাতি পেসার জুইনেদ খান। ৮৭ রান দিয়ে শ্রীলঙ্কার ইনিংসের পাঁচটি উইকেট তুলে নেন তিনি।