ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে এখন ৭৩ বছরের বৃদ্ধ। জীবনের শেষ প্রান্তে এসেও অবশ্য মানসিকভাবে রয়ে গেছেন যুবাই। ২০১০ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন ৪১ বছরের ছোট ব্যবসায়ী মার্সিয়া সিবেলের সঙ্গে। এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুজন। ঘোষণা দিয়েছেন খোদ ফুটবলের এই সম্রাট। ইংল্যান্ডের বিখ্যাত অনলাইন পত্রিকা দি সান জানিয়েছে, পেলে সিবেলেকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন। সিবেলে পেলের তৃতীয় স্ত্রী হবেন। এর আগে ১৯৬৬ সালে রোজমেরিকে এবং ১৯৯৪ সালে লেমসকে বিয়ে করেছিলেন তিনি।