সিনসিনাাতি মাস্টার্সে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। গতকাল শুক্রবার জেলেনা জানকোভিচকে (৬-১, ৬-৩) সেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি।
গত সপ্তাহে বোন ভেনাসের কাছে সেমিফাইনালে হেরে মন্ট্রিয়ল মাস্টার্স থেকে বিদায় নিতে হয়েছিল সেরেনাকে। এদিন যেভাবে মাত্র ৫৮ মিনিটে জানকোভিচের বিরুদ্ধে একপেশে জয় পেলেন, তাতে মনে করা যেতেই পারে যে এই টুর্নামেন্টে আরও অনেকদূর যাবেন সেরেনা।