বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান তিন নাম্বার রজার ফেদেরার ইংল্যান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন।
গত সপ্তাহে টরোন্টোতে ফাইনালে হেরেছেন ফেদেরার। কিন্তু সিনসিনাটিতে এর ছিটেফোঁটা প্রভাবও পড়েনি তার খেলায়। বরং দুরন্ত গতিতেই ছুটছেন টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন। মারেকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা ফেদেরার পরবর্তী রাউন্ডে খেলবেন ইতালির ফ্যাবিও ফোগনিনির বিপক্ষে।
এদিকে নারীদের বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রাশান তারকা মারিয়া শারাপোভা। পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপকে।