সরফরাজের সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ১৩ রানের লিড পেয়েছে পাকিস্তান। তার ১২৭ বলে অনবদ্য ১০৩ রানের কল্যাণে পাকিস্তান রান করেছে ৩৩২।
গতকালের ৬৬ রানের সাথে আজ শনিবার আরও ৪৭ রান যোগ করে আউট হন উইকেটরক্ষক-ব্যটসম্যান সরফরাজ আহমেদ। ফলে রঙ্গনা হেরাথের নয় উইকেটের পরও ১৩ রানের লিড পেল পাকিস্তান। তবে সরফরাজ ছাড়া হেরাথের বিষাক্ত স্পিনিংয়ের বিরুদ্ধে বাকি পাক ব্যাটসম্যানরা বিশেষ কোন সুবিধা করতে পারেননি।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা সংগহ করে ৩২০ রান।