কলম্বো টেস্টের তৃতীয় দিন চোট পাওয়ায় পাকিস্তানের পেসার জুনায়েদ খানকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের ম্যানেজার মইন খান।
আজ শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ধাম্মিকা প্রসাদের বাউন্সার হেলমেটে আঘাত করলে চোট পান জুনায়েদ।
মইন খান জানান, “ড্রেসিং রুমে আসার পর জুনায়েদের মাথা ঘোরাচ্ছিল তাই সতর্কতার অংশ হিসেবে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।”
প্রথম ইনিংসে ৮৭ রানে ৫ উইকেট নিয়ে জুনায়েদই ছিলেন পাকিস্তানের সেরা বোলার। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি তিনি। তার অনুপস্থিতিতে তিন বিশেষজ্ঞ বোলার দিয়ে কাজ চালাতে হচ্ছে অধিনায়ক মিসবাহ-উল-হককে।