আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২৭তম আসর। বাছাই পর্বে ভালো করে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জাতীয় হকি দল।
আজ বাংলাদেশ হকি ফেডারেশন ১৬ সদেস্যর চূড়ান্ত হকি দল ঘোষণা করে।
এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য না থাকলেও ভালো ফলাফলের প্রত্যাশা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। অন্তত ষষ্ঠ হওয়াই বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাথমিক লক্ষ্য।
১৬ সদস্যের জাতীয় হকি দল: অসীম গোপ, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ শিটুল, সরোয়ার হোসেন, কৃষ্ণা কুমার, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষীসা মিমো, মাইনুল ইসলাম কৌশিক, আবু সায়েদ নিপ্পন, তাপস বর্মন, ইরফানুল হক, মিলন হোসেন, রাব্বি সালেহিন রকি ও সালমান সাদিক।