বাংলাদেশে খেলোয়াড় নিষিদ্ধ করাটা নতুন ঘটনা নয়। নানা কারণে বিভিন্ন ফেডারেশন খেলোয়াড় বা কর্মকর্তাদের শাস্তি দিয়ে থাকে। সাকিব আল হাসানের মতো বিখ্যাত ক্রিকেটারকে বিসিবি ছয় মাসের জন্য সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করে। এ নিয়ে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ক্রীড়াপ্রতি বা উপমন্ত্রী কোনো টুঁ শব্দ করেননি। না, করারই কথা। বিষয়টি ফেডারেশনের অভ্যন্তরীণ। শাস্তি কমানোর আবেদন করাতে বিসিবি সাকিবের ব্যাপার নিয়ে নতুন করে ভাবছে। গেল এশিয়া কাপ হকিতে চার খেলোয়াড় শৃৃঙ্খলা ভঙ্গ করাতে তদন্ত করে শাস্তি দেয়। চার খেলোয়াড় হলেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান। প্রথম তিনজনকে জাতীয় দল থেকে তিন ও ঘরোয়া আসর থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়। শেষের জনকে জাতীয় দল দুই বছর ও ঘরোয়া আসর থেকে এক বছর নিষিদ্ধ করে। মালয়েশিয়াতে অনুষ্ঠিত এই আসরে চারজন ডিসিপ্লিন ভঙ্গ করেছিল তার যথেষ্ট প্রমাণ ফেডারেশনের কাছে ছিল। তা না হলে এত বড় সিদ্ধান্ত নেবে কেন? যাক চারজনই আবার শাস্তি মওকুফের আবেদন করেছেন। এ ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেছিলেন, অবশ্যই আমরা তাদের শাস্তি প্রত্যাহারে চিন্তা-ভাবনা করব। এরপরও উপমন্ত্রী জয় হকি ফেডারেশনকে তাগাদা দিয়েছেন এশিয়ান গেমসের পর চারজনের শাস্তি যেন প্রত্যাহার করা হয়। শৃঙ্খলা ভাঙলে শাস্তি বা তা প্রত্যাহারের দায়িত্ব ফেডারেশনের। এখানে মন্ত্রীর কোনো ভূমিকা থাকার কথা নয়। প্রয়োজনে তিনি তদন্ত করে দেখতে পারেন তাদের শাস্তি দেওয়াটা ঠিক ছিল কিনা। কিন্তু তাগাদা যখন দেওয়া হয় তখন বিশৃঙ্খলাকারীদের উৎসাহ দেওয়া হয়। জয় যে হুট করে এ কথা বলেছেন তাও না। এর পেছনে ফেডারেশন বিরোধী পক্ষের ইন্ধন থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এর পেছনে বড় ভূমিকা পালন করেছেন গতবার প্রিমিয়ার লিগ বয়কট করা ক্লাবের এক শীর্ষ কর্মকর্তা। তিনিই নাকি মূলত চার খেলোয়াড়কে উপমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। হকিতে যখন সুস্থ পরিবেশ ফিরে অসছিল তখন উপমন্ত্রীর এ ধরনের বক্তব্য হকি অঙ্গনকে নতুনভাবে অস্থিতিকর করে তুলতে পারে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হঠাৎ কেন এ তাগাদা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর