ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন উজনিয়াকির সঙ্গে ভালোই সময় কাটাচ্ছিলেন আইরিশ গলফার ররি ম্যাকিলরয়। তবে গলফের ক্ষতি হচ্ছে ভেবে বিয়েটাই ভেঙে দিলেন তিনি। উজনিয়াকিকে জীবন থেকে ছেঁটে ফেলার পর গলফে দারুণ সব সফলতা পাচ্ছেন। জয় করেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপও। তবে সম্ভবত আর বেশি দিন একা থাকতে পারছেন না ম্যাকিলরয়। উজনিয়াকিকে ছাড়ার পর থেকেই সুন্দরীরা পিছু নিয়েছে এই আইরিশ গলফারের। এক ব্রিটিশ মডেল তো তার পিছু নিয়েছেন টুইটার থেকে শুরু করে গলফের কোর্সেও। যেখানে ম্যাকিলরয় সেখানেই তিনি। ম্যাকিলরয়ের পেছনে সুন্দরী মডেলদের ভিড় হবে এতে অবাক হওয়ার কী আছে! তবে অবাক করা বিষয় হলো, ম্যাকিলরয় এক তরুণীর টুইটার ফলোয়ার হয়েছেন। তিনি অ্যাশলি বোনজিওভানি। টুইটার প্রোফাইলে নিজেকে একজন মডেল হিসেবে অভিহিত করেছেন, যার প্রায় সব ধরনের যোগ্যতাই আছে! আইরিশ ও ব্রিটিশ অনলাইন পত্রিকা ডেইলি মিররের খবর- ম্যাকিলরয় টুইটারে অ্যাশলি বোনজিওভানিকে অনুসরণ করছেন। অ্যাশলিও নিয়মিত টুইট করছেন ম্যাকিলরয়কে। তাও আবার পাবলিকলি! তবে কি অ্যাশলির জন্যই ক্যারোলিন উজনিয়াকিকে ছেড়েছিলেন ম্যাকিলরয়! খেলায় বাড়তি মনোযোগী হওয়ার বিষয়টি কি তবে কেবলই লোক দেখানো ছিল! এখনো অবশ্য অ্যাশলির সঙ্গে তেমন একটা ঘনিষ্ঠ হতে দেখা যায়নি ম্যাকিলরয়কে। তবে এরই মধ্যে গলফ কোর্সে দুজন বেশ কয়েকবার ক্যামেরাবন্দী হয়েছেন। পাপারাজ্জিরা তাদের পেছনে লেগে আছেন আঠার মতো। গোপন কোনো প্রণয় থেকে থাকলেও তা বেরিয়ে আসতে সময় লাগবে না। যে কোনো দিন ঘুম থেকে উঠে ক্যারোলিন উজনিয়াকি হয়তো শুনবেন, তার সাবেক প্রেমিক নতুন প্রেমিকা নিয়ে বেড়াতে গেছেন সমুদ্রসৈকতে! সূত্র : ডেইলি মিরর।