উয়েফার বর্ষ সেরা ফুটবলারের তালিকা থেকে বাদ পড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত শুক্রবার ১০ জনের তালিকা থেকে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। এই তালিকায় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ তারকা ম্যানুয়েল নিউয়ার ও আরিয়েন রোবেন। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনিই। অন্যদিকে বিশ্বকাপ জয় করেছেন ম্যানুয়েল। বায়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রোবেন ক্লাব ফুটবল এবং জাতীয় দলে ছিলেন সফল। বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন সেমিফাইনাল। তাছাড়া বুন্দেস লিগা এবং জার্মান কাপ জয় করেছেন তিনি। ব্যালন ডি'অর ফিফা বর্ষ সেরা পুরস্কারে পরিণত হওয়ার পর 'উয়েফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কার চালু করে উয়েফা ২০১০-১১ মৌসুমে। প্রথমবার এই পুরস্কার জয় করেন লিওনেল মেসি। সেবার দ্বিতীয় হয়েছিলেন জাভি হার্নান্দেজ এবং তৃতীয় হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১১-১২ মৌসুমে এই পুরস্কার জয় করেন উয়েফা ইউরোজয়ী স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। মেসি দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১২-১৩ মৌসুমে এই পুরস্কার জয় করেন বায়ার্ন মিউনিখের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি, এবারেও দ্বিতীয় হন মেসি এবং তৃতীয় হন রোনালদো। তবে এবারে মেসি সেরা তিনে থাকতে পারলেন না। গত মৌসুমে বার্সেলোনাকে কোনো শিরোপাই উপহার দিতে পারেননি তিনি। এ কারণেই সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেসি।
এখনো পর্যন্ত রোনালদো এই পুরস্কার জয়ের স্বাদ পাননি। গত মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্স এবার তাকেই এক নম্বরে রাখছে।