সিনসিনাত্তি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার এবং মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে ফেদেরার ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন। শেষ চারে উঠার পথে সেরেনা ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন জেলেনা জাঙ্কোভিচকে। শেষ চারে ফেদেরার-রাউনিক এবং সেরেনা-উজনিয়াকি মুখোমুখি হচ্ছেন। পুরুষ এককের সেমিতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ তারকা ডেভিড ফেরার এবং ফ্রান্সের জুলিয়েন বেনাতিউ। এছাড়া মেয়েদের এককের সেমিতে মুখোমুখি হচ্ছে মারিয়া শারাপোভা এবং আনা ইভানভিচ। কোয়ার্টার ফাইনালে শারাপোভা ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হালেপকে। অন্যদিকে আনা ইভানভিচ ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ইউক্রেনের ইলিনাকে। মেয়েদের এককে কি আরও একবার সেরেনা-শারাপোভা লড়াই হতে যাচ্ছে! সেরেনার মুখোমুখি হওয়া মানেই তো শারাপোভার পরাজয়! পুরুষ এককে ফাইনাল হতে পারে ফেদেরার-ফেরারের মধ্যে।
অ্যান্ডি মারের বিপক্ষে জয়-পরাজয়ে সমতায় পৌঁছলেন রজার ফেদেরার। চলতি বছরেরই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মারেকে হারিয়েছিলেন সুইস কিংবদন্তি। সিনসিনাত্তি ওপেনের কোয়ার্টার ফাইনালেও মারের বিপক্ষে জিতে ১১-১১ সমতায় পৌঁছে গেছেন ফেদেরার। কিছুদিন পরই শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন। প্রস্তুতিটা ভালোই হচ্ছে ফেদেরারের। ১৭ বারের গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার মারের বিপক্ষে ম্যাচ জিতে বলছেন, 'আমার শুরুটা দারুণ ছিল। জয়টা আমার প্রাপ্যই ছিল।' অন্যদিকে ম্যাচ হেরে লজ্জিত মারে। তবে ৩৩ বছরের ফেদেরারকে একজন কঠিন প্রতিদ্বন্দ্বী বলেই স্বীকার করেছেন তিনি। দেখা যাক, সিনসিনাত্তি ওপেনের সফলতা রজার ফেদেরার ইউএস ওপেনেও ধরে রাখতে পারেন কিনা। সে ক্ষেত্রে ১৮তম গ্র্যান্ডস্লাম জয় করা হবে তার!