এশিয়ান গেমসে বাংলাদেশ হকির চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এ গেমসের পর্দা উঠবে। নাভিদ আলমের তত্ত্বাবধানে জাতীয় দলের প্রস্তুতি চলছে। পারফরম্যান্স যাচাই করে বাংলাদেশ হকি ফেডারেশন চূড়ান্ত দল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা দেয়। দলের সহকারী প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন আলমগীর আলম। ফিজিও হিসেবে যাচ্ছেন জামান আহমেদ। আনভির আদিল খান ম্যানেজার ও কাজী আবু জাফর তপনকে সহকারী ম্যানেজার করা হয়। খেলোয়াড়রা হলেন- অসিম গোক, ফরহাদ আহমেদ শিটুল, সারোয়ার হোসেন, কৃষ্ণাকুমার, হাসান যুবায়ের নিলয়, পুষ্কর ক্ষিসোমিমো, সাইফুল ইসলাম কৌশিক, নিপ্পন, তাপস বর্মণ, ইরফানুল হক, মিলন হোসেন, রাব্বি সালেহীন রকি এবং সালমান সাদিক।