আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাসকারেনো বার্সেলোনার সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৩০ বছরের এ ডিফেন্সিভ মিডফিল্ডার নতুন চুক্তিতে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন। মাসকারেনোর বাই আউট ক্লজ দাঁড়িয়েছে ১০০ মিলিয়ন ইউরো। তাকে বার্সেলোনা থেকে কোনো ক্লাব কিনতে চাইলে এ অর্থ দিয়ে কিনতে হবে। আর্জেন্টাইন তারকা ফুটবলার ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় এসেছিলেন। এর পর থেকে বার্সার জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন তিনি। এর আগে তিনি ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে লিভারপুলের জার্সিতে ৯৪ ম্যাচ খেলেছেন। অসংখ্য ম্যাচে বার্সেলোনার ডিফেন্স এবং মিডফিল্ডে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন মাসকারেনো। আর্জেন্টিনার জার্সিতেও সফল এ তারকা ফুটবলার। নতুন করে চার বছরের চুক্তিতে আবদ্ধ হওয়ার পর আবারও কি সফল হবেন মাসকারেনো!