অ্যাথলেটিকসের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেছেন ২০ বছর বয়সী ব্রিটিশ অ্যাথলেট অ্যাডাম জেমিলি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তিনি ২০০ মিটার স্প্রিন্টে ২০ সেকেন্ডের কম টাইমিং করেছেন। গত শুক্রবার ১৯.৯৮ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছেন অ্যাডাম জেমিলি। ইউরোপের বর্ষসেরা টাইমিং এটা। লন্ডনে জন্ম নেওয়া এ অ্যাথলেট এরই মধ্যে বেশ কয়েকটি স্বর্ণ জিতেছেন বিভিন্ন ইভেন্টে। ২০১৩ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেছিলেন তিনি। এ ছাড়া ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি ২০১২ সালে। কিছু দিন আগে গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্ট ও চার গুণিতক ১০০ মিটার রিলেতে রুপা জয় করেছেন অ্যাডাম। এদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ডেফানি স্কিপার্স। এই ডাচ মেয়ে ২২.০৩ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়েছেন।