মাঠে গড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে হেরেছে নতুন কোচ লুই ভ্যান গালের ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে তাদের প্রতিপক্ষ ছিল সোয়ানসি সিটি। ম্যাচে ২-১ গোলে তাদের কাছে ফেভারিট ম্যানইউ।
প্রথমার্ধে ম্যাচের ২৮ মিনিটেই গোল খেয়ে বসে ওয়েইন রুনির ম্যানইউ। সোয়ানসির হয়ে গোলটি করেন দ. কোরিয়ার ফুটবলার সাং ইউং কি। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যান গালের শিষ্যরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে অধিনায়কের শুভ সূচণা করলেন ম্যানইউয়ের নতুন নেতা ওয়েইন রুনি। ম্যাচের ৫৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন রুনি।
ঘরের মাঠে ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোলটি হজম করে ম্যানইউ। ২৪ বছর বয়সী আইসল্যান্ডের মিডফিল্ডার জিলফি সিগুর্ডসন করেন এ গোলটি। শুধু ট্রফি জয়ই নয়, সমর্থকদের প্রত্যাশা পূরণও অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল নতুন অধিনায়ক রুনির কাছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল প্রস্তুতি ম্যাচের ছয়টিতে জয় পাওয়া ম্যানইউ।
তাই আবারো হারানো সাম্রাজ্য ফিরে পেতে ওল্ড ট্রাফোর্ডে অতিথি সোয়ানসি সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের শুরুটা দারুণভাবেই শুরু করতে চেয়েছিল ভ্যান গালের শিষ্যরা। কিন্তু ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হল তাদের।