ওভাল পঞ্চম অর্থাৎ শেষ টেস্টে হার বাঁচানো মাহেন্দ্র সিং ধোনিদের পক্ষে বড়ই কঠিন হয়ে উঠছে। প্রথমে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের দাপট। পরে গ্যারি ব্যালান্স। শেষ পর্বে দাপট দেখালেন জো রুট। শনিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে সাত উইকেটে ৩৮৫ রান তুলেছে। জো রুট ৯২ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ১৯ রান করে ক্রিস জর্ডন।
প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২৩৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ তৃতীয় দিনে ইংল্যন্ডকে রুট কতখানি লিড এনে দিতে পারেন সেটাই দেখার বিষয়। যত বেশি রানে লিড নেবেন কুকরা ততই সমস্যায় পড়বেন ধোনিরা।
গতকাল দ্বিতীয় দিনে বিনা উইকেটে ৬২ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। ৬৬ রানে প্রথম উইকেট হারায় তারা। কিন্তু এরপর কুক ও গ্যারি বালান্সের হাফ সেঞ্চুরির সুবাদে ইনিংসের ভিত মজবুত করে ইংল্যান্ড। অধিনায়ক কুক ব্যক্তিগত ৭৯ রানে অ্যারনের বলে মুরলী বিজয়ের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে দিনের শুরুতেই ইংল্যান্ডের অন্য ওপেনার স্যাম রবসনকেও ফেরান ঝাড়খণ্ডের ডানহাতি এ পেসার। কুুকের পর প্যাভিলিয়নে ফিরেছেন গ্যারি ব্যালান্স (৬৪) ও ইয়ান বেল (৭), মোয়েন আলি (১৪)। ব্যালান্সকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে এটিই প্রথম উইকেট অশ্বিনের। বেলকে আউট করেন ইশান্ত।
চা-বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল পাঁচ উইকেটে ২৪৬। ওই সময় জো রুট (১১) ও জোস বাটলার(১২) রানে ব্যাট করছিলেন। এরপর জোস বাটলার আউট হন ৪৫ রানে। ফের উইকেট নেন অশ্বিন। বাটলারের আউটের পরে ক্রিস ওয়কস ফেরেন শূন্য রানে। তারপর রুটকে সঙ্গে দেন ক্রিস জর্জন।