কবজির অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে খেলছেন না সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্রো। শনিবার এটিপি টুইটারে এ খবর জানানো হয়।
মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে কবজিতে ব্যথা অনুভব করেছিলেন আর্জেন্টাইন এ টেনিস তারকা। তারপর থেকে কবজির যন্ত্রণার জন্য বেশ কয়েকটি টুর্নামেন্টে কোর্টে নেমেও সরে দাঁড়াতে হয়েছে পোত্রোকে।
গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই সরে দাঁড়িয়েছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ খেলোয়াড়। মার্চে কবজিতে অস্ত্রোপচারের ফলে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি মাস্টার্স থেকে নাম তুলে নেন তিনি। তাই ইউএস ওপেনে খেলা নিয়ে আগে থেকেই সংশয় ছিল ২০০৯ সালে চ্যাম্পিয়ন এ খেলোয়াড়ের।