এখনো যে ফুরিয়ে যাননি সেটাই প্রমাণ করে দেখালেন সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। সিনসিনাটি মাস্টার্স টুনার্মেন্টের ফাইনালে উঠেলেন এই সুইস তারকা। কানাডিয়ান মিলোস রাওনিককে সরাসরি ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ফেদেরার। ফাইনালে স্পেনের ডেভিড ফেরেরের বিরুদ্ধে খেলবেন তিনি।
ফাইনালে উঠার পরে উচ্ছ্বসিত ফেদেরার বলেন, “এই ম্যাচ জিতে আমি খুব খুশি। এই বছর শেষবার কোনো রকম প্রত্যাশা ছাড়াই আমি এখানে খেলতে এসেছি। তবুও ভালো পারফরম্যান্স মেলে ধরতে পেরেছ। ফাইনালেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।”
সিনসিনাটি মাস্টার্স টুনার্মেন্টের সেমিফাইনালে বিশ্বের নয় নম্বর তারকা অ্যান্ডি মারেকে হারিয়েই শেষ চারে পৌঁছেছিলেন সুইস তারকা ফেদেরার।