সিনসিনাতি মাস্টার্সের ফাইনাল খেলা হলো না মারিয়া শারাপোভার। গতকাল শনিবার অ্যানা ইভানোভিচের কাছে(৬-২, ৫-৭, ৭-৫) সেটে হেরে টুর্নামেন্ট বিদায় নিয়েছেন তিনি।
নবম বাছাই সার্বিয়ার সাবেক বিশ্বের একনম্বর ইভানোভিচ এদিন প্রথম সেট থেকেই দুর্দান্ত লড়াই করেছেন। দ্বিতীয় সেটে শারাপোভা জিতলেও তৃতীয় সেটে রাশিয়ান সুন্দরীর থেকে ম্যাচ ছিনিয়ে নেন ইভানোভিচ। দু’ঘণ্টা ৪৬ মিনিটের লড়াইয়ে ম্যাচ জেতেন তিনি। এর আগে শারাপোভার বিরুদ্ধে শেষ আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছিলেন ইভানোভিচ।