মাঠ ও হোটেল সর্বত্রই এখন ভূত দেখছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! মাঠে ইংল্যান্ড বোলিংয়ের সামনে ভূত দেখার মতো এবার হোটেলেও ভূতের অস্তিত্ব অনুভব করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
লর্ডস টেস্টের সময় লন্ডনের টিম হোটেলে ভূতের ভয়ে রুম পরিবর্তন করার আবেদন করেছিলেন ইংল্যান্ড ক্রিকেটাররা। ওভাল টেস্টের সময় টিম হোটেলে ভূতের ভয় পেলেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেলে অস্তিত্বহীন কোন কিছুর ছায়া দেখেন ধোনি। হোটেলের মতো মাঠেও ভূত তাড়া করছে টিম ইন্ডিয়াকে৷ সিরিজে ২-১ পিছিয়ে থাকা টিম ধোনি ওভালে সিরিজের শেষ টেস্টে হারের মুখে দাঁড়িয়ে। প্রথম ইনিংসে সাড়ে ৩০০ রানে পিছিয়ে থাকা ভারতের এই টেস্ট জয় বলতে গেলে একপ্রকার অসম্ভব।