মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্টে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তানের আর মাত্র ৩টি উইকেট দখলে নিতে পারলেই কলম্বো টেস্টে জয় পাবে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সঙ্গে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পাবে তারা। অবশ্য এজন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে লঙ্কানদের। কারণ রবিবার চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১২৭ রান।
শ্রীলঙ্কার দেওয়া ২৭১ রানের টার্গেট থেকে এখনও ১৪৪ রান দূরে মিসবাহ উল হকের দল। তাদের হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান বলতে একমাত্র সরফরাজ আহমেদ পাকিস্তানের ভরসা হয়ে রয়েছেন। ৩৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আজ রবিবার শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৮২ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছে ৩২০ রানে। অন্যদিকে, প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছে ৩৩২ রানে। ফলে কলম্বো টেস্টে জয় পেতে পাকিস্তানের টার্গেট দাঁড়িয়েছে ২৭১ রান।
টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২২ রানে ৭ উইকেট হারিয়ে কলম্বো টেস্টের পাশাপাশি সিরিজ হারের শঙ্কায় পড়েছে পাকিস্তানীরা। ১৬ ওভার বল করে ৪৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হেরাথ। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড (চতুর্থ দিনশেষে)
টস : শ্রীলঙ্কা(ব্যাটিং)
শ্রীলঙ্কা : প্রথম ইনিংস ৩২০; ৯৯.৩ ওভার (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, ম্যাথুস ৩৯; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮)।
পাকিস্তান : প্রথম ইনিংস ৩৩২; ৯৩.১ ওভার (সরফরাজ ১০৩, সেহজাদ ৫৮, শফিক ৪২; হেরাথ ৯/১২৭, পেরেরা ১/৬৩)।
শ্রীলঙ্কা : দ্বিতীয় ইনিংস ২৮২; ১০৯ ওভার (সাঙ্গাকারা ৫৯, মাহেলা ৫৪, থারাঙ্গা ৪৫, ম্যাথুস* ৪৩; ওয়াহাব ৩/৭৬, আজমল ৩/৮৯, রেহমান ২/৯৭)।
পাকিস্তান : দ্বিতীয় ইনিংস ১২৭/৭; ৪০ ওভার (সরফরাজ* ৩৮, শফিক ৩২; হেরাথ ৪/৪৬, প্রসাদ ২/১৯)।
*