সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছেন মেয়েদের টেনিসের বর্তমান ও সাবেক এক নম্বর সেরেনা উইলিয়ামস ও আনা ইভানোভিচ।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে ২-৬, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন সেরেনা উইলিয়ামস।
টুর্নামেন্টের নবম বাছাই সার্বিয়ার ইভোনোভিচেরও কষ্ট করেই ফাইনালে উঠতে হয়েছে। রাশিয়ার সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভার সঙ্গে প্রায় তিন ঘন্টার ম্যাচটি (৬-২, ৫-৭, ৭-৫) সেটে জেতেন ইভানোভিচ।