রজার ফেদেরার তার শোকেসে আরও একটা শিরোপা জমা করার খুব কাছে পৌঁছে গেছেন। গত শনিবার মধ্যরাতে সিনসিনাত্তি ওপেনের সেমিফাইনালে তিনি রাউনিককে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি স্প্যানিশ তারকা ডেভিড ফেরারের মুখোমুখি হচ্ছেন। ফেরার সেমিফাইনালে বেনাতিউকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। এদিকে মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস এবং সার্বিয়ান তরুণী আনা ইভানভিচ। সেরেনা সেমিফাইনালে ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকিকে ২-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন। অন্য সেমিতে রুশ তরুণী মারিয়া শারাপোভাকে ৬-২, ৫-৭, ৭-৫ গেমে হারিয়েছেন আনা ইভানভিচ। ফেদেরার-ফেরার এর আগে ১৫ বার মুখোমুখি হয়েছেন। কোনোবারই জিততে পারেননি ডেভিড ফেরার। দুজন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন একবারই। চীনা ওপেনের ফাইনালে ২০০৭ সালে ডেভিড ফেরারকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন রজার ফেদেরার। সিনসিনাত্তি ওপেনে এর আগে কখনোই মুখোমুখি হননি দুজন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয় করেছেন ফেদেরার। এখানে সর্বশেষ ২০১২ সালে ফাইনাল খেলেছেন তিনি। সেবার জকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ফেদেরার।