শুরুতে যেভাবে বৃষ্টি হানা দিয়েছিল, তাতে সন্দেহের সৃষ্টি হয়েছিল খেলার ভবিষ্যৎ নিয়ে। তারপরও অপরূপ সৌন্দর্যের সেন্ট অ্যান্ড্র–র প্রোগ্রেস পার্কে খেলা হয়েছে। পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ আগস্ট ওয়ানডে সিরিজে নামার আগে নিজেদের ব্যাটিং অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরে নিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়রা। তামিম ও মাহমুদুল্লাহর জোড়া হাফ সেঞ্চুরিতে স্বাগতিক গ্রেনাডা একাদশের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২২ রান করেছে টাইগাররা। তামিম মাত্র ৯ রানের জন্য ব্যর্থ হয়েছেন তিন অংকের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছাতে। ৭৮ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল্লাহ।
আন্তর্জাতিক ম্যাচ নয়। প্রস্তুতি ম্যাচ। তাই ওয়ানডে সিরিজের আগে ব্যাটিং ও বোলিংটা ভালোভাবে সেরে নিতে ১৩ জনকে খেলায় মুশফিকবাহিনী। স্কোয়াডের মধ্যে শুধু মাঠের বাইরে ছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ও পেসার রুবেল হোসেন। দলের মূল শক্তি ব্যাটিং। তাই চোখ জুড়ানো সৌন্দর্যের পাহাড় ঘেরা, সবুজে ঘেরা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামেন মুশফিকবাহিনী। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় শুরুটা ভালোভাবেই করেন। এনামুল ২৪ রান করে সাজঘরে ফিরেন। তবে দুর্ভাগ্য ইমরুল কায়েশের। মাত্র এক রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ইমরুল ও এনামুলের বিদায়ের পর জুটি বাঁধেন তামিম ও শামসুর রহমান। এর মধ্যে তামিম করেন ৯১ রান মাত্র ৮৬ বলে। দলীয় ২৮.২ ওভারে বোল্ড হন এই বাঁ-হাতি ওপেনার। তামিমের বিদায়ের পর রানের গতি কিছুটা ধীর হয়ে পড়েছিল। তারপরও মুশফিক, শামসুর রহমান টেনে নিয়ে যান দলকে। শেষ দিকে মাহমুদুল্লাহ রুদ্রমূর্তি ধারণ করলে বাংলাদেশের স্কোর তিনশয়ের উপর পৌঁছায়। মাহমুদুল্লাহর আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রান। শেষ পাঁচ ওভারে রান যোগ হয় ৫১। এর মধ্যে ৪৯ ওভারে ১৯ এবং ৫০ ওভারে ১৬ রান নেন মাহমুদুল্লাহ-নাসির জুটি। মাহমুদুল্লাহ রান করেন ৭৮। ম্যাচটির কাভারেজ ঠিক মতো কোথাও পাওয়া যাচ্ছে না। তাই পরিষ্কারভাবে কোনো কিছুরই উল্লেখ করা সম্ভব হল না।
প্রস্তুতি ম্যাচ
তামিম ৯১
মাহমুদুল্লাহ ৭৮
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ব্যাটিং অনুশীলন সারল টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর