প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আঘাত হেনেছেন সুলেমান বেন। তার ঘূর্ণিতে ফলোঅনে পড়ে এখন বাংলাদেশ লড়ছে ইনিংস হার এড়াতে। কিংসটাউনের আর্নেস ভেলের ধীরগতির উইকেট কাজে লাগিয়ে দীর্ঘকায় বাঁ হাতি স্পিনার টাইগারদের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিচ্ছেন একাই। তার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ জুটি। চা বিরতি পর্যন্ত- ৪ উইকেটে ১৮৪ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৩৩ ও রিয়াদ ৪১ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ৩০২ রানে পিছিয়ে থেকে।
এ মুহূর্তে ক্রিকেট-বিশ্বের দীর্ঘকায় ক্রিকেটার অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। তারপরই ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন। এই বাঁ হাতি স্পিনারকে বিস্মৃত হওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের। ২০১১ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫৮ রানে গুঁড়িয়ে দেওয়ার নায়ক বেন। সেই বেন প্রথম ইনিংসে কৃপাণ হাতে মুশফিকবাহিনীর ব্যাটিং লাইনকে এফোঁড়-ওফোঁড় করে দেন আর্নেস ভেল স্টেডিয়ামে। বেনের বাঁ হাতের ঘূর্ণির মায়ায় মোহাবিষ্ট হয়ে মাত্র ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। সুখস্মৃতির আর্নেস ভেলে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারায় ফের ফলোঅনে পড়ে এবং অপেক্ষা করছে আরেকটি ইনিংস হারের। এ পর্যন্ত যে ৮৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ, তাতে ৩০ বারই হেরেছে ইনিংস ব্যবধানে। প্রথম দিন বৃষ্টি হয়েছে তিনবার। দ্বিতীয় দিন প্রথম সেশন হতে পারেনি বৃষ্টিতে। বৃষ্টি হয়নি তৃতীয় দিন। বৃষ্টি না হওয়ায় উপকার হয়েছে স্বাগতিক ক্যারিবীয়দের। বিপরীতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম দুই দিন ম্যাচের চালকের আসনে বসে থাকা ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় দিন নিয়ন্ত্রণের দড়িটা পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন দিনেশ রামদিন। অধিনায়ককে নিয়ন্ত্রণের দড়িটা উপহার দেন বেন ২১ নম্বর টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে। ৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘকায় বেন যমদূত হয়ে উঠেছিলেন মুমিনুল হক সৌরভ ও অধিনায়ক মুশফিক ছাড়া অন্য সবার কাছে। মুমিনুল ৫১ ও মুশফিক অপরাজিত ছিলেন ৪৮ রানে। এ দুই ক্রিকেটার ছাড়া বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার লড়াইয়ে। বেন কখনো ঘূর্ণি, কখনো আর্মারে টপাটপ উইকেট তুলে নেন টাইগারদের। ২৪.৪ ওভার বোলিং করে ৫৯ রানের খরচে নেন ৫ উইকেট। যদিও তার ক্যারিয়ার-সেরা বোলিং ৮১ রানে ৬ উইকেট।
কিংসটাউন টেস্টের আগে মোট ৩০ বার ইনিংস হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাচে হার দুবার। ২০০২ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জারমেন লওসনের বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ও ৩১০ রানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও লজ্জাজনক হার। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। লওসন ৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ৮০-৮৭ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছিল শেষ ৭ উইকেট। দ্বিতীয়বার ২০০৪ সালে চট্টগ্রামে হারে ইনিংস ও ৯৯ রানে। ৩০ বার ইনিংস হারের মধ্যে সর্বাধিক আটবার শ্রীলঙ্কা, চারবার করে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া তিনবার এবং ইংল্যান্ডের কাছে হেরেছে দুবার। সর্বশেষ ইনিংস ব্যবধানে মুশফিকবাহিনী হেরেছে এ বছরের জানুয়ারিতে, মিরপুরে ইনিংস ও ২৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস, ৪৮৪/৭, ডি.
বাংলাদেশ : প্রথম ইনিংস, ১৮২/১০, ৭১.৪ ওভার (শামসুর রহমান শুভ ৩৫, মুমিনুল হক ৫১, মুশফিকুর রহিম ৪৮*। সুলেমান বেন ৫/৩৯, ব্ল্যাকওড ২/১৪) ও দ্বিতীয় ইনিংস, ১৮৪/৪, ৬৯ ওভার (শামসুর রহমান ৪, তামিম ইকবাল ৫৩, ইমরুল কায়েশ ২৫, মুমিনুল হক ১২, মুশফিক ৩৩*, মাহমুদুল্লাহ ৪১*। রোচ ১/২৪, সুলেমান বেন ২/৩৪, ক্রিস গেইল ১/৪৭)।
শিরোনাম
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
- ৮৪ বছর পর বেজমেন্টে মিলল নাৎসি ইতিহাসের নথি
- নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
- সিলেটে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতা কারাগারে
- ‘তোমার চোখের পানি দেখেনি কেউ’, কোহলির অবসরে আনুশকা
- ‘সবচেয়ে বড়’ সমাবর্তন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
- ববি উপাচার্যকে অপসারণ না করলে দক্ষিণাঞ্চল অচলের ঘোষণা
টেস্ট সিরিজ
ইনিংস হার এড়াতে লড়ছেন মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর