যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী তেমনভাবে পরিচিত হতে পারেননি। তাই আলোচনা ছাড়াও ক্রীড়া উন্নয়নে প্রতিমন্ত্রী পরামর্শ চাইতে পারেন। এ ধরনের শুভেচ্ছা বিনিময় আগের ক্রীড়া প্রতিমন্ত্রীরাও করেছিলেন কিন্তু তা হয়েছে দায়িত্ব নেওয়ার মাস খানেকের মধ্যেই। বীরেন শিকদার তো ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন প্রায় ৯ মাস আগেই। এতদিন পর মতবিনিময়ের প্রয়োজনবোধ করলেন কেন তা নিয়েই প্রশ্ন জেগেছে। ওবায়দুল কাদের, ফজলুর রহমান পটল, আহাদ আলী সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পষ্ট করে বলেছিলেন, ক্রীড়াঙ্গনে তাদের সবকিছুই অজানা, দায়িত্ব পালনকালে তাই সাংবাদিকদের সহযোগিতা খুবই দরকার। বীরেন শিকদারেরও একই অবস্থা। এলাকায় জনপ্রিয়তা বা উন্নয়নমূলক কাজের কারণে বেশ কবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঠিকই। কিন্তু এবারই প্রথম কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ক্রীড়ার অভিভাবক হয়েছেন। কিন্তু এই অঙ্গনে তাকে কখনও দেখা যায়নি।
তবুও বীরেনকে ভাগ্যবানই বলা যায়। কেননা এই প্রথম প্রতিমন্ত্রীর পাশাপাশি ক্রীড়া উপমন্ত্রীও করা হয়েছে আরিফ খান জয়কে। ক্রীড়াঙ্গনে শুধু পরিচিত মুখ বললে ভুল হবে। ফুটবলার হিসেবেও জয়ের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। বর্তমানে জয় বাফুফের নির্বাচিত সহসভাপতিও। সেক্ষেত্রে বীরেন শিকদারের কোনো সমস্যা হওয়ার কথা নয়। দুই মন্ত্রীর পরিচালনায় বরং আগের চেয়ে ক্রীড়াঙ্গন আরও গতিশীল হওয়ার কথা। বর্তমান সরকারের মেয়াদ ৯ মাস হতে চললেও ক্রীড়াঙ্গনে কেন জানি আগে যতটুকু গতি ছিল তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সরকার প্রতি ও উপমন্ত্রী নিয়োগ দিল কোন যুক্তিতে। ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে প্রতি ও উপমন্ত্রীর চমৎকার সমঝোতা থাকাতে ক্রীড়াঙ্গনে গতি ফিরেছে। কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো দু’জনার কথা বার্তায় সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। হকির চার নিষিদ্ধ খেলোয়াড়ের পক্ষ হয়ে উপমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে নাকি বীরেনও বিস্মিত। কারণ একজন উপমন্ত্রী যেকোনো খেলার সমস্যা নিয়ে বক্তব্য দিতে পারেন, কিন্তু কারোর শাস্তি প্রত্যাহারে তাগাদা দিতে পারেন না। ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানগুলোতে দুই মন্ত্রীকে এক সঙ্গে দেখা মিলছে খুবই কম। শনিবার এশিয়ান গেমস নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে প্রধান অতিথি বীরেন শিকদার ও বিশেষ অতিথি আরিফ খান জয়কে করা হয়েছিল। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত থাকলেও উপমন্ত্রীর দেখা মেলেনি। এ ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্ভবত জয় স্যার অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই আসতে পারেননি। অথচ এ শিডিউল কিন্তু অনেক আগে থেকেই করা। প্রায় প্রতিটি অনুষ্ঠানে একই দৃশ্য দেখা যাচ্ছে। তবে দুই মন্ত্রীকে এক সঙ্গে সব অনুষ্ঠানে থাকতে হবে তার কোনো যুক্তি নেই। এখানে তাদের কাজের ব্যস্ততাও দেখতে হবে। মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা বলছেন দুই মন্ত্রী মিলেমিশে কাজ করছেন। কোথাও কোনো সমন্বয়হীনতা নেই। কিন্তু ক্রীড়াঙ্গনে গুঞ্জন- দুইজনের মধ্যে দূরত্ব আছে বলেই এ অঙ্গন ঝিমিয়ে পড়েছে। প্রতিটি খেলার মানই নিচে নেমে গেছে। অনেক ফেডারেশনের কর্মকাণ্ড নেই বললেই চলে। একজন নয়, মন্ত্রণালয়ের দায়িত্বে দুইজন থাকলেও ক্রীড়াঙ্গনকে অভিভাবকহীন মনে হচ্ছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে জয়ের কোনো কিছু অজানা নেই। দুইজন মিলেমিশে কাজ করলে আগের যেকোনো আমলের চেয়ে এখন গতি ফিরে আসার কথা। কেন আসছে না এ নিয়ে ক্রীঙ্গানে প্রশ্নের শেষ নেই। দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয় এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে করতে যাচ্ছে। বিষয়টি নিঃসন্দেহের গুরুত্বের। কিন্তু আজ উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত থাকবেন কিনা তাও নিশ্চিত নয়। কেননা মন্ত্রণালয় নিমন্ত্রণ পত্রে শুধু প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নামই উল্লেখ করা আছে।
শিরোনাম
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
- ভরাডুবির ভয়ে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি : দুদু
ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে নানা প্রশ্ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর