২৯ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠছে। বাংলাদেশ ছাড়াও আসরে বাহরাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা অংশ নেবে। দুই গ্রুপে তিনটি করে দল অংশ নেবে এটাই স্বাভাবিক। ড্র'র আগে কোনোভাবে বলা যাবে না কোন গ্রুপে কারা খেলবে। যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগাতিক কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে। কেননা এতে দর্শক সমাগমের ব্যাপারটি জড়িত আছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে টুর্নামেন্ট আর জমে উঠে না। গুঞ্জন উঠেছে সেদিকটা চিন্তা-ভাবনা করে বাংলাদেশকে তুলনামূলকভাবে দুর্বল গ্রুপে রাখা হচ্ছে। যদিও বিষয়টি সভাপতি কাজী সালাউদ্দিনের মুখ থেকে শোনা যায়নি। কিন্তু দায়িত্বশীল একজন জানিয়েছে বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থাকতে পারে। এতে করে চ্যাম্পিয়ন না হোক গ্রুপ রানার্স আপ হয়ে বাংলাদেশের সেমিতে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে নেহেরু কাপে এমন গ্রুপিং করে স্বাগতিক দলকে সুবিধা দেওয়া হয়। প্রায় ১৬ বছর পর দেশে আন্তর্জাতিক ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। বাফুফের টার্গেট রয়েছে আয়োজনকে জমিয়ে তোলা। আর এতেই বাংলাদেশের সেমিফাইনাল খেলাটা জরুরি হয়ে পড়েছে। যাক নিজেদের সাজানো গ্রুপিং করলেই বাংলাদেশ শেষ চারে যাবে এর কি কোনো নিশ্চয়তা আছে? বাহরাইন টুর্নামেন্টে টপ ফেবারিট দল তা নিয়ে কারও সংশয় নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের শক্তির মধ্যে তেমন একটা পার্থক্য নেই। সম্ভবত বাফুফে ধরেই নিয়েছে এদের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ। পারফরম্যান্সের বিচারে শ্রীলঙ্কার বিপক্ষেই জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রাজশাহীতে প্রীতি ম্যাচে এমিলির গোলে জয়ও পেয়েছিল। তাই একটা শক্তিশালী দলকে রেখে বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ একটি গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দলটি যে মালয়েশিয়া হবে এমন কোনো কথা নেই। তবে বাংলাদেশের গ্রুপের শ্রীলঙ্কা থাকছে এটা প্রায় নিশ্চিতই বলা যায়। সেমিফাইনালে উঠলে ওই ম্যাচে প্রচুর দর্শকের সমাগম হবে। আর গ্যালারি ভরা সাপোর্ট পেয়ে উজ্জীবিত হয়ে মামুনুলদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
তৃতীয় বঙ্গবন্ধু কাপ
বাংলাদেশ-শ্রীলঙ্কা একই গ্রুপে!
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর