স্কাই স্পোর্টসের ব্রিটিশ উপস্থাপিকা কেট আবদুর কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে ডায়াসে এলেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। ফিফা ব্যালন ডি’অর গালার প্রধান মঞ্চের সামনের গ্যালারিতে বসে থাকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যানুয়েল নিউয়ার ততক্ষণে ভিতরে ভিতরে উত্তেজনায় ফেটে পড়েছেন। ভক্তরাও কি কম দুশ্চিন্তায় ছিলেন! তবে নির্বিকার থিয়েরি অঁরি যখন বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ঘোষণা করলেন, পর্তুগিজ তারকা কুঁচকে রাখা কপালের ঘাম মুছলেন ডান হাতে। সেই সঙ্গে ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। ভাবখানা এমন, জানতামই তো আমিই বিজয়ী হব।
কেবল ক্রিস্টিয়ানো রোনালদো কেন, সম্ভবত ফিফা ব্যালন ডি’অর জয়ীর নামটা লিওনেল মেসি এবং ম্যানুয়েল নিউয়ারেরও জানা ছিল। না হলে বিজয়ীর নাম ঘোষণার পর দুজনের মধ্যে হতাশার কোনো ছাপ দেখা গেল না কেন! নাকি বিশ্বসেরা তারকারা পরাজয়ের অনুভূতিটাও ওভাবেই প্রকাশ করেন! লিওনেল মেসির রাজত্বে গতবারই হানা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তো বলতে গেলে মেসির রাজত্ব শেষই করে দিলেন। তবে এখানেই থেমে থাকার নন রোনালদো। সোনালি ট্রফিটা হাতে নিয়েই ঘোষণা দিলেন, আমি মেসিকে স্পর্শ করতে চাই। মানে মেসির মতোই চারটা ব্যালন ডি’অরের মালিক হতে চান রোনালদো। অবশ্য এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো স্পর্শ করেছেন ফরাসি তারকা মিশেল প্লাতিনি, ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এবং মারকো ফন বাস্তেনকে। রোনালদোসহ এরা প্রত্যেকেই তিনটা করে ব্যালন ডি’অর জয় করেছেন। আর মাত্র একটা ফিফা ব্যালন ডি’অর জিতলেই তিনি স্পর্শ করবেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। অবশ্য এর মধ্যে মেসি যদি আগামী মৌসুমে ফিফা ব্যালন ডি’অর জিতে যান তবে আরও একধাপ এগিয়ে যাবেন রোনালদোর চেয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার জিতলেন। জাতীয় দলের জার্সিতে পুরোপুরি ব্যর্থ হলেও তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জয় করেছেন অনেক কিছুই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছেন তিনি। জয় করেছেন অসংখ্য ব্যক্তিগত পুরস্কারও। ফিফা ব্যালন ডি’অর তার প্রাপ্যই ছিল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো পুরস্কার হাতে নেওয়ার পর বললেন, ‘আমি কখনোই ভাবিনি যে এই পুরস্কারটা তিনবার জিততে পারব।’ ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের শুরুতে তারকাখ্যাতি পাচ্ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো ততদিনে তার তারকাখ্যাতি হারিয়েছেন। তবে সমালোচকরা বলছিল, ক্রিস্টিয়ানোকে রোনাল্ডো হতে হলে তিনবার ফিফার সেরা তারকা হতে হবে। জয় করতে হবে বিশ্বকাপ। রোনাল্ডো তিনবার ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ জিততে না পারলেও ঠিকই তিনবার ফিফার বর্ষসেরা হয়েছেন। তবে কে জানে ভবিষ্যৎ তাকে রোনাল্ডোর উপরে নিয়ে যায় কি না! অবশ্য এখনো সমালোচকদের মতে, কেবল ক্রিস্টিয়ানো রোনালদোকে নয়, লিওনেল মেসিকেও সর্বকালের সেরাদের সারিতে পৌঁছতে হলে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ না জিতলে তারা সর্বোচ্চ জিকো কিংবা ইয়োহান ক্রুইফদের সারিতে যেতে পারেন, ম্যারাডোনা কিংবা পেলেদের সারিতে নয়।
ফিফা ব্যালন ডি’অর : ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)।
বর্ষসেরা কোচ : জোয়াকিম লো (জার্মানি)।
বর্ষসেরা মহিলা ফুটবলার : নাদিন কেবলার (উলফসবার্গ/জার্মানি)।
বর্ষসেরা মহিলা দলের কোচ : রালফ কেলারম্যান (উলফসবার্গ/জার্মানি)।
ফিফা পুসকাস ট্রফি : জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ/কলম্বিয়া)।
ফিফা প্রেসিডেন্সিয়াল ট্রফি : হিরোশি কাগাওয়া (জাপান)।
ফেয়ার প্লে ট্রফি :ব্রাজিল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক।
ফিফার বর্ষসেরা একাদশ : ম্যানুয়েল নিউয়ার, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, ফিলিপ লাম, সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, আরিয়েন রোবেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
ফিফা ব্যালন ডি’অর
মেসিকে ছুঁতে চান রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর