স্কাই স্পোর্টসের ব্রিটিশ উপস্থাপিকা কেট আবদুর কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে ডায়াসে এলেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। ফিফা ব্যালন ডি’অর গালার প্রধান মঞ্চের সামনের গ্যালারিতে বসে থাকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যানুয়েল নিউয়ার ততক্ষণে ভিতরে ভিতরে উত্তেজনায় ফেটে পড়েছেন। ভক্তরাও কি কম দুশ্চিন্তায় ছিলেন! তবে নির্বিকার থিয়েরি অঁরি যখন বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ঘোষণা করলেন, পর্তুগিজ তারকা কুঁচকে রাখা কপালের ঘাম মুছলেন ডান হাতে। সেই সঙ্গে ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। ভাবখানা এমন, জানতামই তো আমিই বিজয়ী হব।
কেবল ক্রিস্টিয়ানো রোনালদো কেন, সম্ভবত ফিফা ব্যালন ডি’অর জয়ীর নামটা লিওনেল মেসি এবং ম্যানুয়েল নিউয়ারেরও জানা ছিল। না হলে বিজয়ীর নাম ঘোষণার পর দুজনের মধ্যে হতাশার কোনো ছাপ দেখা গেল না কেন! নাকি বিশ্বসেরা তারকারা পরাজয়ের অনুভূতিটাও ওভাবেই প্রকাশ করেন! লিওনেল মেসির রাজত্বে গতবারই হানা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তো বলতে গেলে মেসির রাজত্ব শেষই করে দিলেন। তবে এখানেই থেমে থাকার নন রোনালদো। সোনালি ট্রফিটা হাতে নিয়েই ঘোষণা দিলেন, আমি মেসিকে স্পর্শ করতে চাই। মানে মেসির মতোই চারটা ব্যালন ডি’অরের মালিক হতে চান রোনালদো। অবশ্য এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো স্পর্শ করেছেন ফরাসি তারকা মিশেল প্লাতিনি, ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এবং মারকো ফন বাস্তেনকে। রোনালদোসহ এরা প্রত্যেকেই তিনটা করে ব্যালন ডি’অর জয় করেছেন। আর মাত্র একটা ফিফা ব্যালন ডি’অর জিতলেই তিনি স্পর্শ করবেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। অবশ্য এর মধ্যে মেসি যদি আগামী মৌসুমে ফিফা ব্যালন ডি’অর জিতে যান তবে আরও একধাপ এগিয়ে যাবেন রোনালদোর চেয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার জিতলেন। জাতীয় দলের জার্সিতে পুরোপুরি ব্যর্থ হলেও তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জয় করেছেন অনেক কিছুই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছেন তিনি। জয় করেছেন অসংখ্য ব্যক্তিগত পুরস্কারও। ফিফা ব্যালন ডি’অর তার প্রাপ্যই ছিল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো পুরস্কার হাতে নেওয়ার পর বললেন, ‘আমি কখনোই ভাবিনি যে এই পুরস্কারটা তিনবার জিততে পারব।’ ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের শুরুতে তারকাখ্যাতি পাচ্ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো ততদিনে তার তারকাখ্যাতি হারিয়েছেন। তবে সমালোচকরা বলছিল, ক্রিস্টিয়ানোকে রোনাল্ডো হতে হলে তিনবার ফিফার সেরা তারকা হতে হবে। জয় করতে হবে বিশ্বকাপ। রোনাল্ডো তিনবার ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ জিততে না পারলেও ঠিকই তিনবার ফিফার বর্ষসেরা হয়েছেন। তবে কে জানে ভবিষ্যৎ তাকে রোনাল্ডোর উপরে নিয়ে যায় কি না! অবশ্য এখনো সমালোচকদের মতে, কেবল ক্রিস্টিয়ানো রোনালদোকে নয়, লিওনেল মেসিকেও সর্বকালের সেরাদের সারিতে পৌঁছতে হলে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ না জিতলে তারা সর্বোচ্চ জিকো কিংবা ইয়োহান ক্রুইফদের সারিতে যেতে পারেন, ম্যারাডোনা কিংবা পেলেদের সারিতে নয়।
ফিফা ব্যালন ডি’অর : ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)।
বর্ষসেরা কোচ : জোয়াকিম লো (জার্মানি)।
বর্ষসেরা মহিলা ফুটবলার : নাদিন কেবলার (উলফসবার্গ/জার্মানি)।
বর্ষসেরা মহিলা দলের কোচ : রালফ কেলারম্যান (উলফসবার্গ/জার্মানি)।
ফিফা পুসকাস ট্রফি : জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ/কলম্বিয়া)।
ফিফা প্রেসিডেন্সিয়াল ট্রফি : হিরোশি কাগাওয়া (জাপান)।
ফেয়ার প্লে ট্রফি :ব্রাজিল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক।
ফিফার বর্ষসেরা একাদশ : ম্যানুয়েল নিউয়ার, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, ফিলিপ লাম, সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, আরিয়েন রোবেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
ফিফা ব্যালন ডি’অর
মেসিকে ছুঁতে চান রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৭ ঘণ্টা আগে | জাতীয়